৮ ফেব্রুয়ারি রাজধানীতে মিছিল নিষিদ্ধ

DMP logo

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার একটি মামলার রায় ঘোষণার দিন আগামী ৮ ফেব্রুয়ারি ঢাকা মহানগর এলাকায় সব ধরণের ছড়ি-লাঠি, ছুরি-চাকু বা ধারালো অস্ত্র, বিস্ফোরক দ্রব্য ও দাহ্য পদার্থ বহন নিষিদ্ধ করা হয়েছে।

আজ (৬ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)-এর এক বিজ্ঞপ্তিতে বলা হয়, “আগামী ৮ ফেব্রুয়ারি বিচারাধীন একটি মামলার রায়কে কেন্দ্র করে ঢাকা মহানগরীতে কোন কোন ব্যক্তি বা গোষ্ঠী কর্তৃক অরাজকতা ও নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে জননিরাপত্তা ও জনশৃঙ্খলা বিঘ্নের অপপ্রয়াস হতে পারে মর্মে বিভিন্ন গোয়েন্দা তথ্য, ইলেকট্র্রনিক, প্রিন্ট ও সোশ্যাল মিডিয়ার সূত্রে জানা যায়।”

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ঢাকা মহানগর এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করার জন্যে বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) ভোর চারটা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা মহানগর এলাকায় সব ধরণের ছড়ি-লাঠি, ছুরি-চাকু বা ধারালো অস্ত্র, বিস্ফোরক দ্রব্য ও দাহ্য পদার্থ বহন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

যানবাহন ও জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি ও রাস্তায় কোন ধরণের মিছিল করা যাবে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞপ্তিটির মাধ্যমে ঢাকা মহানগর এলাকায় শান্তি-শৃঙ্খলা ও জননিরাপত্তা বজায় রাখার জন্য সবার সহযোগিতা কামনা করেছেন ডিএমপি কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া।

Comments

The Daily Star  | English
BDR protest Kakrail today

Cops use water cannons to disperse protesting dismissed BDR members in Kakrail

Police barred them when they were marching towards the chief adviser’s residence, Jamuna

57m ago