অমিতাভ বচ্চনকে ‘সম্মানিক ডিলিট’ দিচ্ছে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়

ভারতীয় চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য পশ্চিমবঙ্গের অন্যতম শীর্ষ বিদ্যাপীঠ রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চনকে সম্মানিক ডিলিট দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের কর্মসমিতির বৈঠকে অমিতাভ বচ্চন ছাড়াও সাহিত্যিক নবনীতা দেবসেন, শিল্পী যোগেন দাশ এবং সংগীতজ্ঞ অমিয়রঞ্জন বন্দ্যোপাধ্যায়কেও সম্মানিক ডিলিট দেওয়ার প্রস্তাবে সংশ্লিষ্ট সবাই সম্মত হয়েছেন।
Amitabh Bachchan
বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চন। ছবি: সংগৃহীত

ভারতীয় চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য পশ্চিমবঙ্গের অন্যতম শীর্ষ বিদ্যাপীঠ রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চনকে সম্মানিক ডিলিট দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের কর্মসমিতির বৈঠকে অমিতাভ বচ্চন ছাড়াও সাহিত্যিক নবনীতা দেবসেন, শিল্পী যোগেন দাশ এবং সংগীতজ্ঞ অমিয়রঞ্জন বন্দ্যোপাধ্যায়কেও সম্মানিক ডিলিট দেওয়ার প্রস্তাবে সংশ্লিষ্ট সবাই সম্মত হয়েছেন।

রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠির অনুমোদন ক্রমে আগামী ৮ মে রবীন্দ্রভারতীর সমাবর্তন অনুষ্ঠানে প্রাপকদের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হবে।

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও আন্তর্জাতিক বিষয়ক গবেষক সব্যসাচী বসুরায় চৌধুরী সাংবাদিকদের জানান, রাজ্যপাল অনুমোদন করলেই আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে বিষয়টি জানানো হবে।

বলিউড সুপারস্টারকে ডিলিট দেওয়ার ঘটনায় স্বাভাবিকভাবেই রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের কর্মসমিতির সদস্যরা গর্বিত। আবার বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষক ও পড়ুয়ারাও এই সিদ্ধান্তে খুশি, দ্য ডেইলি স্টারকে যোগ করলেন উপাচার্য সব্যসাচী বসুরায় চৌধুরী।

তবে আজ (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা পর্যন্ত বিগ-বি তাঁর টুইটার হ্যান্ডেল কিংবা অন্য কোনও সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে কোনো প্রতিক্রিয়া জানাননি।

প্রসঙ্গত, অমিতাভ বচ্চন অবাঙালি হলেও তাঁর স্ত্রী জয়া ভাদুড়ী হলেন বিখ্যাত বাঙালি সাহিত্যিক তরুণকুমার ভাদুড়ীর কন্যা। হিন্দিভাষী হলেও বাংলাতে বেশ ভালো কথা বলতে পারেন ‘শাহেন শাহ’। এমন কি কলকাতায় এসে সমসময়ই তিনি নিজেকে কলকাতার জামাই বলে পরিচয় দেন। অভিনয়-জীবন শুরুর আগে কলকাতায় চতুর্থ শ্রেণির কর্মচারী হিসেবেই কর্মজীবন শুরু করেছিলেন অমিতাভ বচ্চন। আর সেই কারণেই কলকাতার সঙ্গে তাঁর একটা আত্মিক সম্পর্ক রয়েছে বলে বহুবার দাবি করেছেন অমিতাভ নিজেই। তাই এই সম্মান পেলে এই কিংবদন্তি অভিনেতা নিজেও যে গর্বিত হবেন- সে বিষয়ে অন্তত কোনও সন্দেহ দেখছেন না পশ্চিমবঙ্গবাসী।

Comments

The Daily Star  | English
economic challenges for interim government

The steep economic challenges that the interim government faces

It is crucial for the interim government to focus on setting a strong foundation for future changes.

9h ago