মিরপুর টেস্টে ফলের আশা করছেন মাহমুদউল্লাহ
চট্টগ্রাম টেস্টে পাঁচ দিন খেলেও দুদলের তিন ইনিংসই শেষ হয়নি। বোলারদের বধ্যভূমিতে রান উঠেছে দেড় হাজারের বেশি। এক পেসার নিয়ে খেলা বাংলাদেশ থই খুঁজে পায়নি লঙ্কান ব্যাটসম্যানদের সামনে। মিরপুরের উইকেট দেখে ভিন্ন কিছুর আশা দেখছেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
অতি ব্যাটিং বান্ধব হওয়ায় চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের এক ডিমেরিট পয়েন্ট পেয়েছে। মিরপুরের উইকেট দেখে এসে চট্টগ্রাম থেকে ভিন্নতা পেলেন মাহমুদউল্লাহ, ‘পিচের কথা যদি বলি, দেখে মনে হয়েছে শুষ্ক পিচ। আমার মনে হয় এই উইকেটে রেজাল্ট আশা করতে পারি। এবং স্পিনারদের জন্য সহায়ক হবে।’
ত্রিদেশীয় সিরিজের ফাইনালে চোট পেয়ে নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান নেই পুরো টেস্ট সিরিজেই। অধিনায়কত্বের ভার পাওয়া মাহমুদউল্লাহ নামতে চান ইতিবাচক মন নিয়ে, ‘যদি অ্যাপ্রোচের কথা বলি। একই অ্যাপ্রোচে খেলব, ইতিবাচক মনোভাব থাকবে। চট্টগ্রামেও ব্যাটসম্যানরা বেশ ইতিবাচক ছিল, আগ্রাসী ছিল।’
ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া সিরিজে মিরপুরে টার্নিং পিচ বানিয়ে ফল পেয়েছিল বাংলাদেশ। স্পিনারদের দাপটে ম্যাচ পাঁচদিন পর্যন্ত যেতে পারেনি। উপমহাদেশের দল শ্রীলঙ্কার মূল শক্তিও স্পিন। ম্যাচ কি তবে পাঁচদিনে যাবে?
‘আমার পক্ষে এটা বলাটা কঠিন (হাসি)। উত্তর দিতে পারবেন পিচ কিউরেটর। ঢাকা টেস্টে সব সময় রেজাল্ট দেখতে পারি, এটা ভালো। আপনি যদি চ্যালেঞ্জ নিতে পারেন, স্কিল কাজে লাগান আপনার দিকে ফল যাবে। অনেকগুলো ভুল করেন বিপক্ষ দল এগিয়ে থাকবে।’
Comments