একাদশে রাজ্জাক ‘বেশ ভালো’ বিবেচনায়
প্রায় চার বছর পর হুট করে চট্টগ্রাম টেস্টের আগে ডাকা হয়েছিল আব্দুর রাজ্জাককে। কিন্তু ম্যাচের দিন দেখা গেল একাদশে নেই, তার হাত থেকেই ক্যাপ পরে অভিষেক হয় সানজামুল ইসলামের। কিন্তু অভিষিক্ত সানজামুল ছিলেন বিবর্ণ। দ্বিতীয় টেস্টের দল থেকে তাই তাকে বাদ দেওয়া হলেও রেখে দেওয়া হয় রাজ্জাককে। অধিনায়ক জানালেন একাদশেও বেশ ভালো বিবেচনায় আছেন এই বাঁহাতি স্পিনার।
চট্টগ্রাম টেস্টে এক ইনিংসই বল করার সুযোগ পেয়েছিলেন সানজামুল। ৪৫ ওভার বল করে ১৫৩ রান দিয়ে পেয়েছেন একটাই উইকেট। ওদিকে স্কোয়াডে থাকলেও টেস্ট শুরুর পর রাজ্জাককে ফেরত পাঠিয়ে দেওয়া হয় ঢাকায়। সানজামুলের ব্যর্থতায় ফের শরণ রাজ্জাকের। মাহমুদউল্লাহ জানালেন একাদশেও দেখা যেতে পারে তাকে, ‘উনি (রাজ্জাক) বেশ ভালো বিবেচনায় আছেন খেলার জন্য। তারপরও আমরা একাদশ চূড়ান্ত করিনি। টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে চূড়ান্ত করব।’
রাজ্জাক সর্বশেষ টেস্ট খেলেছিলেন ২০১৪ সালের ফেব্রুয়ারিতে। চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে সেবার তেমন কিছু করতে না পারায় আর ডাক পড়েনি। এমনিতে সাদা পোশাকের চেয়ে রঙিন পোশাকেই উজ্জ্বল রাজ্জাক সম্প্রতি প্রথম শ্রেণিতে পেয়েছেন ৫০০ উইকেট।
রাজ্জাক ছাড়া দ্বিতীয় টেস্টের দলে আছেন আরও চার স্পিনার – মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, তানবীর হায়দার। চট্টগ্রাম টেস্টে এক পেসার নিয়ে খেলা বাংলাদেশ ঢাকাতেও একইরকম কম্বিনেশন থাকতে পারে। তবে নিশ্চিতভাবে বদল আসছে একাদশে, ‘আমরা আসলে ভিন্নকিছু ভাবছি। ভিন্ন কোন বোলার যদি খেলাতে পারি। ওটা দেখার বিষয়। টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নিব।’
Comments