কয়েকটি জেলায় বিজিবি মোতায়েন
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণার প্রাক্কালে দেশের কয়েকটি জেলায় আধাসামরিক বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সদস্যদের মোতায়েন করা হয়েছে।
বিজিবি সদরদপ্তরের জনসংযোগ কর্মকর্তা মোহসিন রেজা বিষয়টি নিশ্চিত করে দ্য ডেইলি স্টারকে বলেন, স্থানীয় প্রশাসনের অনুরোধের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সর্বশেষ খবর অনুযায়ী ছয়টি জেলায় ১২ প্লাটুনের মতো বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে সিরাজগঞ্জ, বগুড়া ও নারায়ণগঞ্জে তিন প্লাটুন করে এবং নোয়াখালী, লক্ষ্মীপুর ও চাঁদপুরে এক প্লাটুন করে বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) ঢাকার একটি বিশেষ আদালত বিএনপি প্রধানের বিরুদ্ধে দায়ের করা একটি দুর্নীতি মামলার রায় দিবেন। এ রায়ের রাজনৈতিক গুরুত্ব এবং পরিণাম নিয়ে বিভিন্ন অঙ্গণে জোর আলোচনা চলছে।
Comments