আদালত প্রাঙ্গণে মোবাইল নেটওয়ার্ক জ্যামার

​রাজধানীর বকশীবাজারে অবস্থিত অস্থায়ী আদালত প্রাঙ্গণে মোবাইল নেটওয়ার্ক জ্যামিং ডিভাইস বসিয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এই আদালতে আজ (৮ ফেব্রুয়ারি) বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা একটি দুর্নীতি মামলার রায় ঘোষণা করার কথা রয়েছে।
কশীবাজারে অবস্থিত অস্থায়ী আদালত প্রাঙ্গণে মোবাইল নেটওয়ার্ক জ্যামিং ডিভাইস বসিয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এক কিলোমিটারের মধ্যে মোবাইল নেটওয়ার্ক অচল করতে পারে এই যন্ত্রটি। ছবি: একেএম রাশেদুল হাসান।

রাজধানীর বকশীবাজারে অবস্থিত অস্থায়ী আদালত প্রাঙ্গণে মোবাইল নেটওয়ার্ক জ্যামিং ডিভাইস বসিয়েছে  আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এই আদালতে আজ (৮ ফেব্রুয়ারি) বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা একটি দুর্নীতি মামলার রায় ঘোষণা করার কথা রয়েছে।

বিচারের রায়কে কেন্দ্র করে রাজধানীতে বাড়তি নিরাপত্তার অংশ হিসেবে মোবাইল জ্যামার বসানো হয়েছে বলে মনে করা হচ্ছে।

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোন সদস্য এই ডিভাইস সম্পর্কে নিশ্চিত করে কিছু না বললেও সেখান থেকে আমাদের স্টাফ সংবাদদাতা জানান, যন্ত্রটি মোবাইল নেটওয়ার্ক অচল করতে ব্যবহার করা হয়। এটি আদালত প্রাঙ্গণে ব্যবহার হতে পারে বলেও তিনি উল্লেখ করেন।

দ্য ডেইলি স্টারের ফটো সাংবাদিক জানিয়েছেন, ডিভাইসটি অস্থায়ী আদালতের প্রাঙ্গণে নেওয়া হয়েছে। যে জায়গাটিতে কঠোর নিরাপত্তার মধ্যে সাংবাদিক ও ফটো সাংবাদিকরা বসেছেন এটি সেখানে রাখা হয়েছে।

আজ সকালে র‍্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ এবং ঢাকা মহানগর পুলিশের কমিশনার আছাদুজ্জামান মিয়া বকশীবাজারে আদালত এলাকা পরিদর্শন করেছেন। এদিকে, হাইকোর্ট প্রাঙ্গণ, পল্টন, গুলশান, ঢাকা বিদ্যালয় এবং চাঁনখারপুল এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

আজ সকাল থেকেই রাজধানীর বিভিন্ন সড়কে অস্বাভাবিকভাবে যান চলাচল কমে গেছে। নগরীর ভেতর কিছু বাস চলাচল করতে দেখা গেলেও ব্যক্তিগত গাড়ি চলছে খুবই কম। রাজধানীর প্রধান দুটি বাস টার্মিনাল, গাবতলী ও যাত্রাবাড়ী থেকে কোনো আন্তঃজেলা বাস চলাচল করছে না।

Comments

The Daily Star  | English

Tax collection falls short of IMF loan condition

government falls Tk 17,946 crore short of the revenue last fiscal year as one of IMF's $4.7 billion loan conditions

6h ago