খালেদা জিয়ার কারাদণ্ডের প্রতিবাদ ও মুক্তির দাবিতে ঢাকায় বিক্ষোভ
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কারাদণ্ডের প্রতিবাদে ও তাঁর নিঃশর্ত মুক্তির দাবিতে দলের নেতা-কর্মীরা রাজধানীর নয়াপল্টনে বিক্ষোভ মিছিল বের করেন।
আজ (৯ ফেব্রুয়ারি) জুমার নামাজের পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি মিছিল জুমার নামাজের পর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট থেকে একটি মিছিল বের হয়ে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে থামে।
সেসময় রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আসা বিএনপি ও এর অঙ্গ সংগঠনগুলোর নেতা-কর্মীরা দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে জমায়েত হয়। তাঁরা সেখানে দলীয় প্রধানের কারাদণ্ডের প্রতিবাদ ও তাঁর নিঃশর্ত মুক্তির দাবি করেন। এসময় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাঁদের ছত্রভঙ্গ করে দেয়।
কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানোর জন্যে পুলিশের পাশাপাশি র্যাব এবং গোয়েন্দা সংস্থার সদস্যদের মোতায়েন করা হয়েছে।
এদিকে, রায়ের প্রতিবাদে রাজশাহী ও বরিশাল শহরে বিক্ষোভ করেছেন বিএনপির নেতা-কর্মীরা।
উল্লেখ্য, গতকাল (৮ ফেব্রুয়ারি) জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির দায়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন ঢাকার একটি বিশেষ আদালত। সেই মামলায় খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ আরো পাঁচজনকে ১০ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড দেন আদালত।
Comments