মিরপুরের উইকেটের রঙ শ্রীলঙ্কার রাস্তার মতো!
মিরপুরের উইকেটে প্রথম দুই দিনেই পড়েছে ২৮ উইকেট। রান হয়েছে ৫৩২। তিন ইনিংসই প্রায় শেষের পথে। টেস্ট পাঁচদিনে যাওয়ার সম্ভাবনা আছে কেবল খাতায় কলমে। দুর্গম উইকেটে দুই ইনিংসেই রান পেয়েছেন রোশেন সিলভা। কোন মনোভাবে খেলে পেলেন রান জানিয়েছেন দিনশেষে।
প্রথম ইনিংসে ১২৪ বলে ৫৬ রান করে আউট হন রোশেন। দ্বিতীয় ইনিংসে নেমেছেন আরও তাগড়া হয়ে। ৯৪ বলে দিনশেষে করে ফেলেছেন ৫৮ রান। এই উইকেটে কখনই কেউ থিতু না। গড়বড় হয়ে যেতে যখন তখন। তাই খারাপ বলে রান বের করে টিকে থাকার মন্ত্র রোশেনের, ‘খেলার আগে প্রার্থনা করা উচিত (হাসি)। আমি আসলে মজা করছি। যদি এখানে ভাল বল হয় তাহলে খেলা খুব কঠিন। হুট করে ২-৩ উইকেট পড়ে যায়। তাই খারাপ একটু বল পেলেও রান বের করা উচিত।’
ক্রিজে এসে শুরুতে ছিলেন নড়বড়ে। মোস্তাফিজুর রহমানের বলে কাঁপন ধরার অবস্থা হয়েছিল তার। ওই স্পেল সামনে দিনশেষেও টিকে থাকার স্বস্তি তার চোখেমুখে, ‘দেশেও আমরা এমন উইকেটে খেলেছি। আমরা চেয়েছি সহজভাবে খেলতে। এটা ভালো উইকেট বলব না, কিন্তু মানসিকভাবে প্রস্তুত ছিলাম যে টার্ন করবে। ঈশ্বরকে ধন্যবাদ যে মোস্তাফিজের প্রথম কিছু বলে আমি আউট হইনি। ’
চট্টগ্রামের নিষ্প্রাণ উইকেটে ম্যাচে ফল আসেনি। মিরপুরের পিচে এমনভাবে বানানো যে ম্যাচ তিন দিনেই শেষ হওয়ার জোগাড়। রোশান মজা করেই উইকেটের রঙকে তুলনা করলেন তার দেশের রাস্তার মতো, ‘কখনো খারাপ আবহাওয়া হলে এমন উইকেট পাই। কিন্তু এর বাইরে যদি ভাবি তাহলে এটা দেখতে শ্রীলঙ্কার রাস্তার রঙের মতোন, যেখানে বালির উপর একটা আস্তরণ থাকে।’
Comments