টি-টোয়েন্টি দলে নতুন মুখের ছড়াছড়ি

শ্রীলঙ্কার বিপক্ষে দুই টি-টোয়েন্টি সিরিজের প্রথমটির জন্য দল ঘোষণা করেছে বিসিবি। দলে ডাক পেয়েছেন পাঁচ নতুন মুখ।
আবু জায়েদ
উইকেট পেয়ে আবু জায়েদ রাহির উল্লাস। ছবি: ফিরোজ আহমেদ

শ্রীলঙ্কার বিপক্ষে দুই টি-টোয়েন্টি সিরিজের প্রথমটির জন্য দল ঘোষণা করেছে বিসিবি। দলে ডাক পেয়েছেন পাঁচ নতুন মুখ। বাদ পড়েছেন আটজন, ফিরেছেন তিনজন। 

বিপিএলে পারফর্ম করে প্রথমবারের মতো দলে জায়গা পেয়েছেন অলরাউন্ডার আরিফুল হক, পেসার আবু জায়েদ চৌধুরী রাহি, অফ স্পিনিং অলরাউন্ডার মেহেদী হাসান। বিপিএলে রাজশাহী কিংসের হয়ে আলো কাড়া জাকির হাসান পেয়েছেন ডাক। আছেন অনূর্ধ্ব-১৯ দলের অলরাউন্ডার আফিফ হোসেন।

বিপিএলে খুলনা টাইটান্সের হয়ে খেলা আবু জায়েদ ছিলেন টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী। পেসারদের মধ্যে তিনিই পেয়েছেন সবচেয়ে বেশি উইকেট। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জয়ে ভূমিকা ছিল অফ স্পিনার মেহেদী হাসানের। খুলনা টাইটান্সের লোয়ার অর্ডারে ঝড় তোলার মতো ব্যাট করে আরিফুল হক এসেছিলেন আলোচনায়। উইকেটকিপার ব্যাটসম্যান জাকির হাসান রাজশাহী কিংসের টপ অর্ডারে দেখিয়েছেন মুন্সিয়ানা। ঢাকা ডায়নামাইটসের হয়ে নজরকাড়া পারফরম্যান্স ছিল পেসার আবু হায়দার রনির। এরা সবাই একসঙ্গে পেয়েছেন পারফর্ম করার ফল। 

ওয়ানডে ও টেস্ট দলে না থাকলেও টি-টোয়েন্টি দলে আগের মতই আছেন সৌম্য সরকার। বাদ পড়েছেন ইমরুল কায়েস। এর আগে একবার টি-টোয়েন্টি দলে খেলা আবু হায়দার রনিও পেয়েছেন ডাক। চোটের জন্য টেস্ট সিরিজে না থাকলেও অধিনায়ক সাকিব আল হাসান আছেন টি-টোয়েন্টিতে। 

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চোটের জন্য টি-টোয়েন্টি সিরিজ মিস করা তামিম ইকবাল অনুমিতভাবেই আছেন। সে সিরিজে দলে থাকা শফিউল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, নাসির হোসেন, লিটন দাস, মুমিনুল হকেরও জায়গা হয়নি এবারের টি-টোয়েন্টি দলে। 

১৫ ফেব্রুয়ারি দুই ম্যাচ সিরিজের টি-টোয়েন্টির প্রথম ম্যাচ হবে মিরপুরে। ১৮ তারিখ পরের ম্যাচ সিলেটে। 

বাংলাদেশ টি-টোয়েন্টি দল: সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, মোহাম্মদ সাইফুদ্দিন, আবু হায়দার রনি, আবু জায়েদ চৌধুরী রাহি, আরিফুল হক, মেহেদী হাসান, জাকির হাসান, আফিফ হোসেন। 

 

Comments

The Daily Star  | English

Singapore’s Financial Intelligence Unit seeks information on S Alam Group

The overseas assets of S Alam Group, including those in Singapore, came under scrutiny following recent media reports.

43m ago