৩০ মিনিট বন্ধ ছিল মোবাইল ইন্টারনেট

আজ সকালে সারাদেশে ৩০ মিনিট মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ রাখা হয়েছিল।
মোবাইল ইন্টারনেট সেবা

রবিবার সকালে সারাদেশে ৩০ মিনিট মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ রাখা হয়েছিল।

সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত মোবাইল ইন্টারনেট বন্ধ রাখতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) থেকে নির্দেশ পাওয়ার পর মোবাইল ইন্টারনেট সার্ভিস প্রোভাইডাররা ইন্টারনেট বন্ধ করে দেয়।

তবে বিটিআরসির পক্ষ থেকে এক ঘণ্টা মোবাইল ইন্টারনেট বন্ধ রাখতে বললেও সাড়ে ৯টা থেকে ৩০ মিনিটের জন্য এই সেবা বন্ধ ছিল। বিভিন্ন মোবাইল অপারেটর ও বিটিআরসি সূত্রগুলো খবরের সত্যতা নিশ্চিত করেছে।

তবে এই সময়ের মধ্যে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবায় কোনো বিঘ্ন ঘটেনি।

মোবাইল ফোন অপারেটরের কর্মকর্তারা মনে করছেন, এসএসসির প্রশ্নপত্র ফাঁস হওয়া ঠেকাতে মোবাইল ইন্টারনেট বন্ধ রাখার নির্দেশনা এসেছে।

বাংলা প্রথম ও দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র এবং ধর্ম বিষয়ের পর গতকাল গণিতের প্রশ্নপত্রও ফাঁস হয়। পরীক্ষা শুরু হওয়ার কয়েক ঘণ্টা আগেই বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে ফাঁস হওয়া প্রশ্ন ছড়িয়ে পড়ছে। পরীক্ষার্থীরা সহজেই তাদের মোবাইল ফোনের মাধ্যমে এসব প্রশ্ন পেয়ে যাচ্ছে।

Comments