‘মন নিয়ন্ত্রণকারী’-র চরিত্রে হাবিব
ভালোবাসা দিবসকে সামনে রেখে হাবিব ওয়াহিদকে একজন ‘মন নিয়ন্ত্রণকারী’-র ভূমিকায় দেখা যাবে আগামী ১৩ ফেব্রুয়ারি। কেননা, ‘তোমার চোখে জল’ শিরোনামের গানটি প্রকাশিত হবে সেদিন।
গানটির সুর-সংগীত করেছেন হাবিব নিজেই। গানের কথা লিখেছেন গুঞ্জন রহমান। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন শাহরিয়ার পলক। গানের ভিডিওতে ‘মন নিয়ন্ত্রণকারী’-র চরিত্রের জন্য নিজেকে অনেকখানি বদলেও নিয়েছেন তিনি।
হাবিব দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “আমার আগের প্রতিটি ভিডিওতে এসেছি রোমান্টিক কণ্ঠশিল্পী ও মডেল হিসেবে। এবার নিজেকে অনেকটা বদলে ফেলেছি। মিউজিক ভিডিওতে আমাকে দেখা যাবে বিশেষ ক্ষমতাসম্পন্ন একজন হিসেবে। চাইলেই আমি একজন মানুষের ‘মন নিয়ন্ত্রণ’ করতে পারি। আমার চরিত্র ও তা উপস্থাপনের এই বিষয়টি নতুন। বাকিটা প্রকাশের পর জানবেন।”
গানটিতে হাবিবের সঙ্গে মডেল হিসেবে রয়েছেন আয়েশা মারজানা। মিউজিক ভিডিওটি ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলসহ বিভিন্ন মিউজিক সাইটে দেখা যাবে।
Comments