বিএনপি নেতা সামসুজ্জামান দুদু গ্রেফতার

বিএনপির ভাইস চেয়ারম্যান সামসুজ্জামান দুদুকে আজ ঢাকায় মৎস্য ভবন এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
বিএনপির ভাইস চেয়ারম্যান সামসুজ্জামান দুদু
সামসুজ্জামান দুদু

বিএনপির ভাইস চেয়ারম্যান সামসুজ্জামান দুদুকে আজ ঢাকায় মৎস্য ভবন এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার (গণমাধ্যম) মাসুদুর রহমান আজ দুপুরে দ্য ডেইলি স্টারকে সামসুজ্জামান দুদুর গ্রেফতারের খবরের সত্যতা নিশ্চিত করেন।

এর আগে বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী কৃষক দলের বংশাল শাখার সভাপতি আব্দুল রাজি দ্য ডেইলি স্টারকে বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে ব্যক্তিগত গাড়িতে করে মৎস্য ভবন এলাকা থেকে শাহবাগের দিকে যাওয়ার সময় পুলিশ দুদুকে গ্রেফতার করে।

দলটির নেতাদের অভিযোগ খালেদা জিয়ার মামলার রায়ের আগে থেকে বিএনপির নেতাকর্মীদের ধরপাকড় চলছে। এর মধ্যেই সামসুজ্জামান দুদুকে গ্রেফতারের খবর পাওয়া গেল।

গত বৃহস্পতিবার ঢাকার একটি বিশেষ জজ আদালত জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদাকে পাঁচ বছরের কারাদণ্ডের রায় দেন। রায়ের পর তাকে নাজিমুদ্দিন রোডে পুরনো কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়।

Comments

The Daily Star  | English

Police see dead man running

Amin Uddin Mollah is dead and buried for two years and 10 months.

3h ago