‘সাবেক দম্পতি’ হয়ে যাবেন তাঁরা
অভিনেত্রী অপু বিশ্বাসের সঙ্গে বিয়ের সম্পর্ক রাখতে চান না বলে জানিয়েছেন অভিনেতা শাকিব খান। তাঁদের এই সম্পর্কের যবনিকা ঘটতে যাচ্ছে আগামী ২২ ফেব্রুয়ারি। সেদিনের পর এই দুই তারকা হয়ে যাবেন ‘সাবেক দম্পতি’।
শাকিব খান মুঠোফোনে দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “একটি সম্পর্ক টিকিয়ে রাখতে হলে দুজনের মধ্যে শ্রদ্ধা থাকতে হয়। সেটি এখন আর আমাদের মধ্যে অবশিষ্ট নেই। আমি চাই, এটি শেষ হয়ে যাক। তবে আমার সন্তান আব্রামের ভালোর জন্য সবরকম চেষ্টা থাকবে। ভালো স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার ব্যবস্থা করা, ওকে ভালো রাখা, ওকে প্রতিষ্ঠিত করার ব্যাপারে সব ধরনের সাপোর্ট থাকবে।”
অপু বিশ্বাস দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “শাকিব যা ভালো মনে করেছে, হয়তো সেভাবেই সিদ্বান্তটি নিয়েছে। তার তো স্বাধীনভাবে সিদ্বান্ত নেওয়ার অধিকার রয়েছে।”
উল্লেখ্য, ২০১৭ সালের ২২ নভেম্বর অপু বিশ্বাসকে তালাকের নোটিশ পাঠান শাকিব খান। নিয়ম অনুযায়ী নোটিশ পাঠানোর তিন মাস পর তালাক কার্যকর হয়। সেই হিসেবে আগামী ২২ ফেব্রুয়ারি থেকে অপু বিশ্বাসের সঙ্গে শাকিব খানের তালাক কার্যকর হচ্ছে।
Comments