এসএসসি পরীক্ষার কেন্দ্র ও আশে-পাশে মোবাইল ফোন নিষিদ্ধ

ssc exams
ছবি: স্টার ফাইল ফটো

প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। সেই উদ্যোগের অংশ হিসেবে এসএসসি পরীক্ষার কেন্দ্র ও এর আশে-পাশের এলাকায় মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।

আজ (১২ ফেব্রুয়ারি) হাতে পাওয়া শিক্ষা মন্ত্রণালয়ের এক নির্দেশে দেখা যায়, “পরীক্ষা কেন্দ্র ও এর আশে-পাশের ২০০ গজের মধ্যে যদি কাউকে মোবাইল ফোনসহ পাওয়া যায় তাহলে তাকে গ্রেফতার করা হবে।”

কোনোরকম প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ও গুজব ছাড়াই যাতে এসএসসি পরীক্ষা নেওয়া যায় সেই উদ্দেশে গতকাল এই নির্দেশটি দেওয়া হয়েছে।

সেই নির্দেশটিতে পরীক্ষার্থীদের আধ-ঘণ্টা আগে পরীক্ষা কেন্দ্রে প্রবেশকে বাধ্যতামূলক করা হয়েছে। নইলে তাদেরকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া যাবে না বলেও নির্দেশটিতে উল্লেখ করা হয়েছে।

এদিকে, গত ১ ফেব্রুয়ারি সারাদেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হওয়া পর বিভিন্ন বিষয়ের প্রশ্নপত্র ফাঁসের প্রতিবেদন গণমাধ্যমে প্রকাশিত হয়।

Comments

The Daily Star  | English

Bangladesh women retain SAFF glory

Bangladesh retained the title of SAFF Women's Championship with a 2-1 win against Nepal in an entertaining final at the Dasharath Stadium in Kathmandu today. 

36m ago