সাইফের সেঞ্চুরিতে ব্রাদার্সকে উড়িয়ে দিল আবাহনী

দুদলই প্রথম দুই ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের উপরে ছিল। মুখোমুখি প্রথম দেখায় ব্রাদার্সকে ১৩৬ রানে উড়িয়ে এগিয়ে রইল আবাহনী লিমিটেড। ঢাকা প্রিমিয়ার লিগে শিরোপা প্রত্যাশীরা পেল টানা তিন নম্বর জয়। 

ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে আবাহনীর করা ২৬৬ রানের জবাবে ১৩০ রানেই গুটিয়ে যায় ব্রাদার্স।

টস হেরে আগে ব্যাটিং পাওয়া আবাহনীর দুই ওপেনার এনামুল হক বিজয় আর সাইফ হাসান মিললে দলে এনে দেন দারুণ শুরু। তাদের ৮৪ রানের জুটি ভাঙ্গে এনামুলের বিদায়ে। বল করতে এসে ৪১ রান করা এনামুলকে কট এন্ড বোল্ড বানান ব্রাদার্স অধিনায়ক অলক কাপালি।

দ্বিতীয় ও তৃতীয় উইকেট জুটিতে নাজমুল হোসেন শান্ত ও অধিনায়ক নাসির হোসেনের সঙ্গে সাইফ গড়েন ছোটখাটো আরও দুই জুটি। ১৩২ বলে ৬ চার আর ৫ ছক্কায় ১০৮ রান করে ফেরেন সাইফ।

শেষ দিকের ব্যাটসম্যানরা তাল মিলাতে না পারলেও আবাহনী পেয়ে যায় ২৬৬ রানের পুঁজি।

২৬৭ রান তাড়ায় শুরু থেকেই পথ হারায় ব্রাদার্স। আগের দুই ম্যাচে ব্যাটিং দিয়ে দলকে জেতানো অলকও এদিন পারেননি। হাল ছেড়ে দেন বাকিরাও। সর্বোচ্চ ৩৫ রান আসে ইয়াসির আলি রাব্বির ব্যাট থেকে।

ব্রাদার্সকে গুঁড়িয়ে দিতে মূল ভূমিকায় ছিল আবাহনীর স্পিন ত্রয়ী। মেহেদী হাসান মিরাজ ২৪ রানে ও সানজামুল ইসলাম ২৮ রানে নেন ৩ উইকেট। ৪ ওভার বল করে ৮ রানেই দুই উইকেট নেন সাকলাইন সজীব।

Comments

The Daily Star  | English

Sohag’s murder exposes a society numbed by fear and brutality

It was a murder that stunned the nation, not only for its barbarity, but for what it revealed about the society we have become.

18m ago