টি-টোয়েন্টিতেও অধিনায়ক মাহমুদউল্লাহ, সাকিবের বদলে অপু
আগেই জানা গিয়েছিল সাকিব আল হাসানকে পাওয়া যাচ্ছে না টি-টোয়েন্টিতেও। তার জায়গায় কে অধিনায়কত্ব করবেন তা নিয়ে ছিল দোলাচল। সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে বিসিবি টি-টোয়েন্টিতেও সাকিবের বদলে অধিনায়ক হিসেবে মাহমুদউল্লাহর নাম ঘোষণা করেছে। সাকিবের বদলে দলে নেওয়া হয়েছে বাঁহাতি স্পিনার নাজমুল ইসলাম অপুকে।
টেস্ট দলের সহ-অধিনায়ক থাকায় স্বাভাবিক কারণেই সাকিবের অবর্তমানে অধিনায়কত্ব করেন মাহমুদউল্লাহ। কিন্তু টি-টোয়েন্টির বেলায় পাল্টালো নিয়ম। বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন টি-টোয়েন্টিতে সহ-অধিনায়ক তামিম ইকবাল। তবে সহ-অধিনায়ক থাকলেও এই ফরম্যাটে ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব পেলেন না তিনি।
সাকিবের বদলে প্রথম টি-টোয়েন্টিতে দলে আসা নাজমুল ইসলাম অপু এর আগে বাংলাদেশের কোন স্কোয়াডেই কখনো ছিলেন না। তাকে নিয়ে টি-টোয়েন্টি স্কোয়াডে আন্তর্জাতিক না খেলে ক্রিকেটারের সংখ্যা দাঁড়ালো ছয়জন।
ত্রিদেশীয় সিরিজের ফাইনালে আঙুলে চোট পাওয়ার পর টেস্ট সিরিজেও সাকিবকে পায়নি বাংলাদেশ।
বৃহস্পতিবার মিরপুরে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে নামবে বাংলাদেশ। ১৮ ফেব্রুয়ারি সিলেটে হবে সিরিজের শেষ ম্যাচ।
বাংলাদেশ টি-টোয়েন্টি দল: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, মোহাম্মদ সাইফুদ্দিন, আবু হায়দার রনি, আবু জায়েদ চৌধুরী রাহি, আরিফুল হক, মেহেদী হাসান, জাকির হাসান, আফিফ হোসেন, নাজমুল ইসলাম অপু।
Comments