নতুনদের নিয়ে অনেক প্রত্যাশা তামিমের
বাংলাদেশের টি-টোয়েন্টি দলে এবার অনেক অদল-বদল এসেছে। আগের সিরিজ থেকে বাদ পড়েছেন ৮ জন। দলে নতুন এসেছেন ৬ জন। তামিম ইকবাল কারো কারো নাম উল্লেখ্য করেই তাদের সম্ভাবনার কথা জানিয়েছেন।
বিপিএলে পেসারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট নেন আবু জায়েদ চৌধুরী রাহি। অলরাউন্ডার আরিফুল হক নজর কাড়েন ব্যাটিংয়ে ফিনিশ করার দক্ষতায়। তামিম ইকবালের মতে এই দুজন অনেকদিন থেকেই দলে আসার দাবি রাখেন,
‘দেখেন আমি দুই তিন জনের নাম মেনশন করি। বিশেষ করে রাহি (আবু জায়েদ) আমার কাছে মনে হয় খুব ভালো দাবি রাখে। কারণ গত দুই বছর ধরে বিপিএলে শীর্ষ পারফর্মার বোলিংয়ের দিক থেকে। আরিফুল হকও গত দুই তিন বছর ধরে বিপিএলে সমানভাবে ভাল খেলে যাচ্ছে। আর আমরা এমন একজনকে খুঁজছিলাম যে খেলাটা শেষ করে দিয়ে আসতে পারে। সে বড় শট খেলার সামর্থ্য রাখে। সেও দলে আসার দাবি রাখে।’
কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে অফ স্পিন দিয়ে আলোতে আসেন মেহেদি হাসান। এমনিতে ব্যাটিং অলরাউন্ডার মেহেদী বাজিমাত করেন বোলিং দিয়ে। তবে তাকে আরেকটু পরখ করে দেখার দিকে মত তামিমের, ‘যারা আরও দুজন নতুন আছেন (আসলে চারজন), একজন (মেহেদী হাসান) আমার সাথে খেলেছেন আমি মনে করি হি হ্যাজ অ্যা ভেরি বিগ হার্ট। কিন্তু তার জন্য খুব তাড়াতাড়ি ডাক এটা। আশা করবো প্রথম ম্যাচ থেকেই নিজের একটা অবস্থান করে ফেলবে যখনই ও খেলে।’
দলে আন্তর্জাতিক না খেলা ক্রিকেটার আছেন আরও তিনজন। অনূর্ধ্ব-১৯ দলের অলরাউন্ডার আফিফ হোসেন বিপিএলেও খেলেননি খুব বেশি। বিপিএলে রাজশাহী কিংসের হয়ে নজর কাড়েন উইকেটকিপার ব্যাটসম্যান জাকির হাসান। সাকিবের চোটে শেষ মুহূর্তে দলে এসেছেন বাঁহাতি স্পিনার নাজমুল ইসলাম অপু। চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সের অন্যতম ভরসা ছিলেন তিনি। তামিমের আশা এদের সবাইকেই পর্যাপ্ত সুযোগ দেওয়া হবে,
‘নির্বাচকরা নির্বাচন করেছেন যে ওদের সামর্থ্য ও স্কিল লেভেলটা আছে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ভাল খেলার জন্য। সো আশা করবো ওদেরকে পর্যাপ্ত সুযোগ দেয়া হবে।’
Comments