‘ফ্রিডম’ দিয়েই সেরাটা বের করতে চান মাহমুদউল্লাহ

সাকিব আল হাসানের অনুপস্থিতিতে টেস্টের পর এবার টি-টোয়েন্টি দলেরও ভারপ্রাপ্ত অধিনায়ক তিনি। অস্থায়ী দায়িত্বে এলেও থাকতে চান নিজের বিশেষত্বের মধ্যেই।
Mahmudullah
টি-টোয়েন্টিতেও ভারপ্রাপ্ত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। ছবি: ফিরোজ আহমেদ

বিপিএলে খুলনা টাইটান্সের সাফল্যের পেছনে ছিল মাহমুদউল্লাহ রিয়াদের অধিনায়কত্ব। ক্রিকেটারদের স্বাধীনতা দিয়ে বের করে এনেছিলেন নৈপুণ্য। মাঝারি মানের দল নিয়েও শেষ চারে উঠেছিল তার দল। সাকিব আল হাসানের অনুপস্থিতিতে টেস্টের পর এবার টি-টোয়েন্টি দলেরও ভারপ্রাপ্ত অধিনায়ক তিনি। অস্থায়ী দায়িত্বে এলেও থাকতে চান নিজের বিশেষত্বের মধ্যেই।

টেস্ট দলের সহ-অধিনায়ক তিনি। নিয়মিত অধিনায়ক সাকিবের অনুপস্থিতিতে সাদা পোশাকে দলের ভার নেওয়া প্রত্যাশিতই ছিল। টি-টোয়েন্টিত তার দায়িত্ব পাওয়া অবশ্য কিছুটা অপ্রত্যাশিত, কারণ এই ফরম্যাটে সহ-অধিনায়ক ছিলেন তামিম ইকবাল। শেষ মুহুর্তে কে অধিনায়ক হবে তা নিয়েও ছিল দোলাচল। শেষ পর্যন্ত তামিমের বদলে বেছে নেওয়া হয় তাকে।  খেলাটা টি-টোয়েন্টি বলে হুট করে আসা দায়িত্বেও সমস্যা দেখছেন না মাহমুদউল্লাহ,  ‘দায়িত্ব এসেছে, চেষ্টা করব দায়িত্বটা ভালোভাবে পালন করার। টি-টোয়েন্টি শর্ট ফরম্যাটের ক্রিকেট। আপনি যদি স্কিলগুলো কাজে লাগাতে পারেন, সেটা পর্যাপ্ত।’

ফরম্যাটটা টি-টোয়েন্টি বলেই ক্রিকেটারদের স্বাধীনতা দেওয়ার পক্ষে মত মাহমুদউল্লাহর। পারফরম্যান্স বের করতেই নাকি কাজে দেবে তা,  ‘আমি সব সময় বিশ্বাস করি টি-টোয়েন্টি ক্রিকেটে আপনি যদি প্লেয়ারদের মোটিভেট ও ফ্রিডমটা না দিতে পারেন। পারফর্ম করার সুযোগ সেক্ষেত্রে অনেক কম।’

‘যেহেতু আমি দায়িত্ব  পেয়েছি আমি আমার তরফ থেকে চেষ্টা করব। যেভাবে চেষ্টা করি খেলোয়াড়দের কাছ থেকে সেরা আউটপুট বের করে নেওয়ার। একই জিনিস চেষ্টা করব।’

দলে অভিষেকের অপেক্ষায় আছেন ছয়জন। অন্তত দুই-তিনজনের প্রথম ম্যাচেই খেলার সম্ভাবনা প্রবল। নতুন এই খেলোয়াড়দের নির্ভার রাখতে পরিকল্পনা এঁটে রেখেছেন অধিনায়ক, ‘ওদেরকে পারফর্ম করার সুযোগটা দেব। সেটা ছোট ইনফরমেশনের মাধ্যমে হোক, উপস্থিত বুদ্ধির মাধ্যমে হোক। দলে বেশ কজন অভিজ্ঞ প্লেয়ার আছে। আমরা সবাই মিলে চেষ্টা করব সেরা ক্রিকেটটা যেন খেলতে পারি।’

Comments

The Daily Star  | English

Central Bank not blocking any business accounts: Governor 

BB is not blocking or interfering with the accounts of any businesses, regardless of their political affiliations, said BB Governor Ahsan H Mansur

14m ago