ডট বলের সংখ্যা কমাতে চায় বাংলাদেশ
ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি। সীমিত ওভারের খেলায় বাংলাদেশের বড় এক চিন্তার নাম ডট বল। ব্যাটসম্যানরা বাউন্ডারি মারতে যত স্বচ্ছন্দ এক-দুই রান নেওয়ায় যেন ততই আড়ষ্ট। বাউন্ডারিতে রানের চাকা সচল হওয়ার পরই ডট বলে আবার কমে যায় গতি। টি-টোয়েন্টিতে সাফল্য আনতে এবার এই হার কমাতে চায় বাংলাদেশ।
২০১৭ সালে বাংলাদেশ সাতটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে। জিতেছে মাত্র একটিতে। পাঁচটিতেই ৪০ এর বেশি ডট বল খেলেছেন টাইগার ব্যাটসম্যানরা। একটিতে তো ডট বল ছিল ৫০ এর বেশি।
সর্বশেষ দক্ষিণ আফ্রিকা সফরে প্রথম টি-টোয়েন্টিতে ৪৫টি ডট বল খেলে বাংলাদেশ, পরেরটিতে ৪০টি। এর আগে শ্রীলঙ্কায় প্রথমটিতে ছিল ৪২টি ডট, পরেরটিতে সে সংখ্যা ৩৭। মাশরাফি মর্তুজার বিদায়ী ওই ম্যাচ জিতেছিল বাংলাদেশ।
বছরের শুরুতে নিউজিল্যান্ডে তিন ম্যাচের টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিল বাংলাদেশ। প্রথমটিতে ১২০ বলের মধ্যে ৫৩টিতেই কোন রান বের করতে পারেনি ব্যাটসম্যানরা। পরেরটাতে রান আসেনি ৪৪ বল থেকে। আর তিন নম্বর ম্যাচে ডট বলের সংখ্যা ছিল ৩৫টি।
ভারপ্রাপ্ত অধিনায়ক মাহমুদউল্লাহর মতে ডট বলের এই হার টি-টোয়েন্টি ম্যাচে রাখে বড় প্রভাব।
‘টি-টোয়েন্টিতে ডট বলের হার অনেক বেশি প্রভাব ফেলে। ডট বলগুলো যদি সিঙ্গেল বা স্ট্রাইক রোটেটে মনোযোগ দিতে পারি তাহলে আমার মনে হয় অনেক ভালো হবে।’
টি-টোয়েন্টিতে সফল দলগুলোর খতিয়ান ঘেঁটে মাহমুদউল্লাহ এই সংকট কাটিয়ে উঠার দিকে দিতে চাইছেন মনোযোগ।
‘টি-টোয়েন্টি ক্রিকেটে সফল দলের পরিসংখ্যান যদি দেখেন তাদের যাদের কম ডট থাকে তাদের সফলতার হারও বেশি থাকে। এটা তাই খুব গুরুত্বপূর্ণ।’
Comments