ব্রাজিল-আর্জেন্টিনা নিয়ে বিতর্কে মাশরাফি-তামিম
একজন আর্জেন্টিনা ফুটবলের পাঁড় সমর্থক, আরেকজন ব্রাজিলের। উপলক্ষটা পেয়ে জমে উঠল তাই খুনসুটি। ব্রাজিলের তামিমকে খোঁচা দিলেন আর্জেন্টিনার মাশরাফি, পালটা জবাবে তামিমও কি কম যান!
ক্রীড়া সাংবাদিক সাইদ জামান ২০১৬ সালে ব্রাজিলে অলিম্পিক কাভার করতে গিয়েছিলেন। ফিরে এসে ব্রাজিল ঘোরার অভিজ্ঞতা নিয়ে লিখেছেন বই। সে বইয়ের নামই ‘ব্রাজিল’। ‘ব্রাজিল’ উন্মোচনে হাজির হয়েই মাশরাফি বললেন তিনি ম্যারাডোনা ও আর্জেন্টিনা ভক্ত।
‘আমি আর্জেন্টিনার ভক্ত এর কারণ ম্যারাডোনা। তবে ব্রাজিলের রোনালদো, রোনালদিনহোকেও খুব পছন্দ।’
মিরপুরের সাকিব’স কনভেনশল হলে ‘ব্রাজিল’ বইয়ের মোড়ক উন্মোচনে ছিলেন জাতীয় দলের ক্রিকেটাররা। সেখানেই মাশরাফি-তামিমের মধ্যে চলল খুনসুটি। গত বিশ্বকাপে জার্মানির বিপক্ষে ব্রাজিলের সাত গোল খাওয়া নিয়ে খোঁচা শুনতে হল তামিমকে। বলার সুযোগ পেয়ে মাশরাফিকে উদ্দেশ্য করে তামিম বললেন, ‘সাত গোল খাওয়ায় খুব খারাপ লেগেছিল তবে আর্জেন্টিনা যদি পরের বিশ্বকাপ থেকেও জিততে শুরু করে তবু ব্রাজিলের সমান হতে আরও ১২ বছর লাগবে। সে পর্যন্ত আসেন আগে তারপর কথা হবে।’
ক্রীড়া সাংবাদিক মোস্তফা মামুন জানালেন এক মজার তথ্য। আর্জেন্টিনার নাকি ক্রিকেট ঐতিহ্য ফুটবলের চেয়েও পুরনো। এমনকি প্রথম ফুটবল ম্যাচটি হয়েছিল ক্রিকেটের মাঠ ভাড়া করে। এমনকি বাংলাদেশের আগে প্রথম শ্রেণির ক্রিকেট খেলেছে আর্জেন্টিনা। সেই ১৯৩০ সালে।
বইয়ের লেখক সাইদ জামান জানালেন, ব্রাজিলের ক্রিকেটের অবস্থা। ব্রাজিল ক্রিকেট বোর্ডের নির্বাহী কর্মকর্তা নিজেই নাকি সেদেশের চলতি ক্রিকেটার। এবং তিনি তামিম ইকবালের একজন ভক্ত। ব্রাজিলে ক্রিকেট সরঞ্জামের অপ্রতুলতায় তামিমের একটা ব্যাট চাওয়ারও আবদার করেছেন তিনি।
Comments