মিরপুরের পিচকে ‘মানহীন’ বলল আইসিসি
মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের পিচকে মানহীন বলে রায় দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি। গড় মানের চেয়ে নিচে থাকায় হোম অব ক্রিকেটের পিচকে এক ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানায়, ওই ম্যাচের ম্যাচ রেফারির দায়িত্ব পালন করা ডেভিড বুন মিরপুরের পিচকে গড় মানের নিচে বলে রিপোর্ট করেন। পরে আইসিসির পিচ ও আউটফিল্ড মনিটরিং প্রক্রিয়ায় তা গৃহীত হয়।
আইসিস জানায়, মিরপুরে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের দ্বিতীয় টেস্টের পিচে প্রথম দিন থেকেই ক্ষত তৈরি হয়েছিল। যাতে আচমকা বাউন্স আর টার্নে বোলাররা পাচ্ছিলেন প্রবল সুবিধা।
আড়াই দিনে শেষ হওয়া টেস্টে সফরকারী শ্রীলঙ্কা জেতে ২১৫ রানে। দুদলের ৬৮১ রানের বদলে উইকেট পড়েছে ৪০টি। প্রথম ইনিংসে ২২২ রান করা শ্রীলঙ্কা পরের ইনিংসে করেছিল ২২৬। দুই ইনিংস মিলিয়েও স্বাগতিক বাংলাদেশ খেলতে পেরেছে ৭৫.১ ওভার। দুই ইনিংসে রান করেছিল ১১০ আর ১২৩।
গত অস্ট্রেলিয়া সিরিজেও দুই ডিমেরিট পয়েন্ট পেয়েছিল মিরপুরের আউটফিল্ড। সব মিলিয়ে মিরপুরের ডিমেরিট পয়েন্ট হলো ৩। এবার চট্টগ্রামের পিচ অতি ব্যাটিং বান্ধব হওয়ায় পেয়েছিল এক ডিমেরিট পয়েন্ট। আইসিসির বর্তমান নিয়ম অনুযায়ী কোন মাঠ পাঁচ বছরের মধ্যে পাঁচ ডিমেরিট পয়েন্ট পেলে নিষিদ্ধ থাকবে এক বছর।
Comments