দীর্ঘ সময় ভ্রমণের জন্য নতুন সার্ভিস 'উবারহায়ার'
এখন থেকে ঢাকায় দীর্ঘ সময়ের জন্য গাড়ি ভাড়া নেওয়া যাবে রাইড শেয়ারিং অ্যাপ উবারে। এর জন্য গতকাল “উবারহায়ার” নামের একটি নতুন অ্যাপ উন্মুক্ত করা হয়েছে।
এর ফলে স্বল্প দূরত্বে ভ্রমণের পাশাপাশি এখন থেকে চাওয়া মাত্র দিনব্যাপী মিটিং, শপিং বা শুধুমাত্র ঘুরে বেড়ানোর জন্যও গাড়ি মিলবে বিশ্বের বৃহত্তম অন-ডিমান্ড রাইড শেয়ারিং কোম্পানি উবার থেকে।
উবারের এই নতুন সেবায় দুই ঘণ্টার জন্য ২৫ কিলোমিটারের মধ্যে ভ্রমণে ভাড়া পড়বে সর্বনিম্ন ৮৫০টাকা। আর চার ঘণ্টায় ৪০ কিলোমিটার ভ্রমণে লাগবে ১,৫০০টাকা। দুই ক্ষেত্রেই অতিরিক্ত প্রতি কিলোমিটারে ২২টাকা ও প্রতি মিনিটের জন্য চার টাকা বাড়তি ভাড়া প্রযোজ্য হবে। ভ্রমণের শেষে সময় ও দূরত্ব হিসাব করে ভাড়া মিটাতে হবে গ্রাহককে।
উবার ঢাকার জেনারেল ম্যানেজার অর্পিত মুন্দ্রা নতুন সেবা সম্পর্কে বলেছেন, “গ্রাহক ও অংশীদার পার্টনারদের নিত্যনতুন সুবিধা দিতে উদ্ভাবনী চিন্তাভাবনা অব্যাহত রাখবে উবার।”
Comments