সংগীতশিল্পী সাবা তানি আর নেই

এক সময়ের সাড়া জগানো কণ্ঠশিল্পী সাবা তানি আর বেঁচে নেই। উত্তরায় নিজের বাসার বাথরুমে শিল্পীর মরদেহ পাওয়া যায়। সাবা তানি আশি ও নব্বইয়ের দশকে গান গেয়ে জনপ্রিয়তা পান। এরপর, তাকে আর গানে নিয়মিত পাওয়া যায়নি।
‘তোমাকেই খুঁজছে বাংলাদেশ ২০১২’ প্রতিযোগিতায় সিলেট অঞ্চলের বাছাই পর্বের বিচারক হিসেবে ছিলেন তিনি। এরপর, ২০১৬ সালে টিভি পর্দায় বেশ কিছু গানের অনুষ্ঠানে অংশ নিয়ে দীর্ঘদিন পর সংগীতে ফিরেছিলেন সাবা তানি।
পারিবারিক সূত্রে জানা যায়, সাবা তানি বেশ অনেকদিন থেকে নিম্ন রক্তচাপে ভুগছিলেন। উত্তরার বাসায় তিনি মায়ের সঙ্গেই থাকতেন। গতকাল (১৮ ফেব্রুয়ারি) নিউ ইস্কাটনে বড় বোনের বাসায় গিয়েছিলেন তার মা। রাতে তিনি সেখানেই ছিলেন।
তারা আরো জানান, গতকাল রাত থেকে অনেকেই সাবা তানিকে ফোন দিয়ে পাচ্ছিলেন না। আজ সকালে আত্মীয়রা বাসার কেয়ারটেকারকে সঙ্গে নিয়ে দরজা ভেঙে ভেতরে ঢোকেন। এ সময় তাকে বাথরুমের মেঝেতে পড়ে থাকতে দেখেন তারা।
Comments