বাংলাদেশে প্রতিবন্ধীদের জন্য ডাচ নারীর দুই দশকের সংগ্রাম
প্রতিবন্ধী শিশুদের নিয়ে বাংলাদেশে গত ২০ বছর ধরে কাজ করছেন নেদারল্যান্ডসের নারী অ্যানটোনেট টারমোসুজেন। মানিকগঞ্জের ঘিওরে শারীরিক ও মানসিক প্রতিবন্ধী শিশুদের শিক্ষা ও পুনর্বাসনে নিরলসভাবে কাজ করে চলেছেন তিনি। এর জন্য “নিকেতন” নামে একটি সংস্থাও গড়ে তুলেছেন।
১৯৯৮ সালে মাত্র ১০ জন প্রতিবন্ধী শিশুকে নিয়ে যাত্রা শুরু করে অ্যানটোনেটের “নিকেতন”। এর পর নানা প্রতিবন্ধকতা আসলেও হাল ছাড়েননি। এমনকি নেদারল্যান্ডসে নিজের সংসারেও দুজন প্রতিবন্ধী শিশুকে দত্তক নিয়েছেন তিনি।
ঢাকা ও মানিকগঞ্জে নিকেতন এখন পাঁচ শতাধিক প্রতিবন্ধী শিশুর শিক্ষা ও পুনর্বাসনের দায়িত্ব পালন করছে। বাংলাদেশে এই ডাচ নারীর সংগ্রামের বিস্তারিত দেখুন ভিডিওতে।
Comments