চলে গেলেন বিশিষ্ট সংগীত পরিচালক আলী আকবর রুপু

চলে গেলেন বিশিষ্ট সুরকার ও সংগীত পরিচালক আলী আকবর রুপু। আজ (২২ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৭ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, আলী আকবর রুপু অনেক দিন থেকেই হৃদরোগ ও কিডনি সমস্যায় ভুগছিলেন। গত ৯ ফেব্রুয়ারি কিডনির ডায়ালাইসিস করার সময় তাঁর স্ট্রোক হয়।
আজ বাদ আসর গুলশান আজাদ মসজিদে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে মগবাজারে মাগরিবের নামাজের পর। এরপর তাঁকে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে।
আলী আকবর রুপুর সুর ও সংগীত পরিচালনায় অসংখ্য জনপ্রিয় গানের মধ্যে রয়েছে ‘যারে ঘর দিলা সংসার দিলা রে’, ‘দরদিয়া’, ‘পদ্মপাতার পানি নয়’, ‘বারে বারে পোড়া বাঁশি’, ‘আমি আগের ঠিকানায় আছি’ ইত্যাদি।
Comments