পশ্চিমবঙ্গে ৩ বাংলাদেশি গ্রেফতার
পৃথক দুটি ঘটনায় তিন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশ। বুধবার বিকেলে ধৃত তিনজনকেই আদালতে তোলা হলে বিচারক তাদের ১৪ দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। ধৃতদের মধ্যে দুজনের বাড়ি বাংলাদেশের যশোর ও একজনের বাড়ি সাতক্ষীরা জেলায় বলে পুলিশ জানিয়েছে।
বুধবার দুপুরে কুয়েত থেকে ভারতের কলকাতা বিমানবন্দরে নেমে ইমিগ্রেশন করতে গিয়ে গ্রেফতার হন সন্দেহভাজন বাংলাদেশি যুবক। কথা-বার্তায় সন্দেহ হওয়ায় কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বোস বিমান বন্দরে ইমিগ্রেশন বিভাগের গোয়েন্দারা মোহম্মদ বেলাল হোসেন ও ইমরান হোসেনকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। পরে তাদের জবানবন্দির ভিত্তিতে গ্রেফতার করা হয়।
এনসিবি থানার পুলিশ জানিয়েছে, ধৃত দুজন বাংলাদেশের যশোর জেলার বাসিন্দা। ভারতীয় পাসপোর্টে তারা কুয়েতে চাকরি করতো। টাকার বিনিময়ে ভারতীয় নাগরিকত্বের যাবতীয় কাগজপত্র তৈরি করে পাসপোর্ট করেছিল তারা। বুধবার বিকেলে ধৃতদের ব্যারাকপুর মহকুমা আদালতে তোলা হলে ১৪ দিনের জেল হেফাজত দিয়েছেন বিচারক।
অপর ঘটনায়, হাবিবুল্লাহ ছানা নামের বছর পঁয়তাল্লিশের সাতক্ষীরার এক বাসিন্দাকে গ্রেফতার করেছে কলকাতার নিউটাউন থানার পুলিশ।
হাবিবুল্লাহ প্রায় চার বছর ধরে নিউটাউনে বাসা ভাড়া নিয়ে থাকতো। তার কাছ থেকে ভারতীয় নাগরিকত্বের বৈধ কাগজপত্র জব্দ করেছে পুলিশ।
ঠিক কী কারণে বাংলাদেশ থেকে তিনি এখানে ভারতীয় হিসেবে থাকতে শুরু করেছেন কিংবা কার মাধ্যমে ভারতের বৈধ কাগজপত্র পেলেন হাবিবুল্লাহ- গোয়েন্দারা সেটাই তদন্ত করে দেখছেন।
Comments