আর্জেন্টিনার রুশ দূতাবাস থেকে ৪০০ কেজি কোকেন উদ্ধার

পুলিশ আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সের রুশ দূতাবাস থেকে প্রায় ৪শ’ কিলোগ্রাম কোকেন উদ্ধার করেছে। এই ঘটনার সঙ্গে জড়িত বেশ কয়েকজন মাদক পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দেশটির নিরাপত্তা বিষয়ক মন্ত্রী প্যাট্রিসিয়া বুলরিচ এক সংবাদ সম্মেলনে একথা বলেন। খবর এএফপি’র।
প্যাট্রিসিয়া বলেন, দূতাবাস কম্পাউন্ডের একটি অংশে মাদকগুলো পাওয়া গেছে। বাজারে এর মূল্য প্রায় ৬ কোটি ২০ লাখ মার্কিন ডলার।
মন্ত্রী আরো বলেন, “মাদক অপরাধীদের একটি চক্র ইউরোপে মাদক পাচারের জন্য রুশ দূতাবাসের কূটনৈতিক কুরিয়ার সার্ভিসকে ব্যবহার করার চেষ্টা চালায়।”
Comments