গরম কমিয়েছে স্বস্তির বৃষ্টি

বঙ্গোপসাগরে ঘুর্ণিঝড় কায়ান্টের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি দিয়ে শুরু হয় বৃহস্পতিবার সকাল। আগামীকাল থেকে আবহাওয়ার উন্নতি হতে পারে। ছবি: আবিদা আর চৌধুরী
ছবি: আবিদা আর চৌধুরী

গত রাতে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় কিছুটা ঝড়ো হাওয়ার সাথে বৃষ্টি হয়েছে। শীত বিদায় নেওয়ার পর প্রথম এক পশলা বৃষ্টিতেই স্বস্তি এসেছে জনজীবনে।

বসন্তের প্রথম মাস ফাল্গুনের শুরু থেকেই প্রত্যাশিতভাবে বাড়ছিল গরম। সেই সাথে বাতাসে ধুলার বাড়বাড়ন্ত ছিল। গতকাল ঢাকায় সর্বোচ্চ ৩৩ ডিগ্রি সেলসিয়াসে উঠে গিয়েছিল পারদ। এখন ধুলা আর গরম খানিকটা কমে যাওয়ায় নির্মল হয়েছে বাতাস। বেলা বাড়ার সাথে মেঘ কেটে গিয়ে দেখা দিয়েছে ঝলমলে রোদ।

আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা আব্দুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, গত রাতের বৃষ্টিটা ছিল কালবৈশাখীর প্রভাবে। কালবৈশাখীর মৌসুম শুরু হওয়ায় সামনের দিনগুলোতে এরকম ঝড়বৃষ্টির আরও বেশি করে দেখা মিলবে।

তিনি বলেন, কালবৈশাখীর হাওয়া উত্তরাঞ্চল থেকে বাংলাদেশের দিকে আসছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ভোর রাতের দিকে ঢাকায় ৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আর দেশের সর্বোচ্চ বৃষ্টি হয়েছে টাঙ্গাইলে ৩০ মিলিমিটার।

আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলসহ রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, খুলনা ও ঢাকা বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

Comments

The Daily Star  | English

Tk 2 for a day's labour: Prisons chief pushes to reform inmate pay

"This is why prison-made products are so cheap. But this also makes inmates lose interest in work"

28m ago