নিদহাস ট্রফির দলেও অনেক অদল-বদল

BCB logo

শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে ছিল অনেক পরিবর্তন। ছিল নতুন মুখের ছড়াছড়ি। এবার শ্রীলঙ্কায় ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের দলেও অদল বদলের মিছিল। দল থেকে বাদ পড়েছেন পাঁচজন। ফিরেছেন চারজন।

শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে টি-টোয়ন্টি সিরিজে অভিষেক হয়েছিল ছয়জন ক্রিকেটারের। তাদের মধ্যে তিনজনই বাদ পড়েছেন নিদহাস ট্রফির দল থেকে। এক ম্যাচ খেলেই তাই ছিটকে গেলেন জাকির হাসান, আফিফ হোসেন ও মেহেদী হাসান। বাদ পড়েছেন অনেকদিন পর ওই সিরিজে দলে ফেরা মোহাম্মদ মিঠুন। খারাপ ফর্মের জন্য বাদ দেওয়া হয়েছে পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিনকে।

টি-টোয়েন্টি ক্যারিয়ারে একেবারে সাদামাটা হলেও আবার  তৃতীয় ওপেনার হিসেবে দলে ফেরানো হয়েছে ইমরুল কায়েসকে। এক সিরিজ পরই ফিরেছেন পেসার তাসকিন আহমেদ। ঘরোয়া ক্রিকেটে ভালো খেলার অবদান হিসেবে দলে এসেছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহান। চোটের কারণে শ্রীলঙ্কা সিরিজ খেলতে না পারলেও নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানই থাকছেন নেতৃত্বে। তবে তার চোট এখনো পুরোপুরি না সারায় অফ স্পিনিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য দলে রাখা হয়েছে। দক্ষিণ আফ্রিকা সফরে টি-টোয়েন্টি দলে ছিলেন মিরাজ। এক সিরিজ পর তারও এটি তাই ফেরা।  

নিদহাস ট্রফির বাংলাদেশ দল:  সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মোস্তাফিজুর রহমান, নুরুল হাসান সোহান, রুবেল হোসেন, আবু হায়দার, আরিফুল হক, নাজমুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, আবু হায়দার রনি, আবু জায়েদ রাহি, তাসকিন আহমেদ।

Comments

The Daily Star  | English

Bangladesh asks India to halt border push-ins, cites security concerns

The move follows reports that BSF pushed in around 300 people into Bangladesh between May 7 and May 9

6m ago