‘মাশরাফি সম্পূর্ণভাবে না করে দিয়েছে’
দল ভালো করছে না। নেতৃত্বেরও অভাব। গত বছর টি-টোয়েন্টিতে অবসর নেওয়া মাশরাফি মর্তুজাকে তাই আবার এই ফরম্যাটে দলে চেয়েছিলেন বোর্ড প্রধান নাজমুল হাসান পাপন। দেওয়া হয়েছিল ফেরার প্রস্তাবও, তবে তাতে লাভ হয়নি। মাশরাফির কাছ থেকে ‘না’ শুনেছেন বিসিবি প্রধান।
গত বছর শ্রীলঙ্কা সফরে অকস্মাৎ টি-টোয়েন্টি থেকে অবসর নেন মাশরাফি। গুঞ্জন উঠে রঙিন পোশাকে টাইগারদের নেতাকে এই ফরম্যাট ছাড়তে বাধ্য করা হয়েছে। এবার শ্রীলঙ্কার বিপক্ষে দলের ভরাডুবির পর কথা উঠে মাশরাফিকে টি-টোয়েন্টিতে ফেরানোর।
শ্রীলঙ্কা সিরিজ শেষে নাজমুল হাসান বলেছিলেন শ্রীলঙ্কা সিরিজেই মাশরাফিকে টি-টোয়েন্টি দলে চেয়েছিলেন তিনি। তাতে আগ্রহ না থাকায় কথা এগোয়নি। শ্রীলঙ্কায় নিদহাস কাপের আগেও ফের প্রস্তাব পাঠনো হয় মাশরাফির কাছে। এবারও নেতিবাচক উত্তর পাওয়ার কথা জানিয়েছেন বিসিবি প্রধান,
‘আগের সিরিজেই তাকে (মাশরাফি) আমি ব্যক্তিগতভাবে বলেছিলাম খেলার জন্য। সে কোন আগ্রহ দেখায়নি। এবারও তার কাছে খবর পাঠানো হয়েছে, মিডিয়ার মাধ্যমেও দেখেছে। আমার জানামতে সে সম্পূর্ণভাবে না করে দিয়েছে। সেজন্য মাশরাফিকে এখানে আমরা চিন্তা করিনি।’
গত বছর শ্রীলঙ্কা সফরে মাশরাফি টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ার পর বাংলাদেশ খেলেছে আরও চারটি টি-টোয়েন্টি ম্যাচ। এখনো একটিতেও পায়নি জয়ের দেখা। বিশেষ করে নতুন বলে মাশরাফির অভাব টের পাওয়ার কথা জানিয়েছেন বোর্ড প্রধান। টি-টোয়েন্টি থেকে অবসর নিলেও মাশরাফি দিয়ে যাচ্ছেন ওয়ানডে দলের নেতৃত্ব। আনুষ্ঠানিকভাবে টেস্ট থেকে অবসর না দিলেও বাংলাদেশের সফলতম অধিনায়ক দীর্ঘদিন ধরে নামেননি সাদা পোশাকে।
Comments