এবার নিজেই সব দেখবেন নাজমুল
টেকনিক্যাল ডিরেক্টর পদ বাতিল, খালেদ মাহমুদ সুজনকেও আপাতত সরিয়ে দেওয়ার পর দলের ভালো মন্দ সব নিজেই দেখার কথা জানিয়েছেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন।
ঘরের মাঠে ত্রিদেশীয় টুর্নামেন্ট ও শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজে জাতীয় দলের টেকনিক্যাল ডিরেক্টর ছিলেন মাহমুদ। ঘরোয়া ক্রিকেটে আবাহনীর প্রধান কোচ, বোর্ড পরিচালক, বিপিএলে ঢাকা ডায়নামাইটসের কোচ আবার একটি ক্রিকেট একাডেমির সঙ্গে সম্পৃক্ত। পদে আছেন ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (কোয়াব) এরও। একসঙ্গে পরস্পর বিরোধী এতগুলো দায়িত্ব পালন করায় তার বিরুদ্ধে আছে সমালোচনা। এবার তার একটি দায়িত্ব কমানোর কথা জানালেন বোর্ড প্রধান,
‘টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে থাকছে না (খালেদ মাহমুদ)। সবচেয়ে বড় কথা যে এখন আমরা আরও নির্দিষ্ট করছি। এবার প্রধান কোচ দিয়ে দিয়েছি। দ্বিতীয়ত আমি নিজে সবকিছু দেখভাল করার জন্য শ্রীলঙ্কায় থাকছি। ওদের সঙ্গে থাকব সারাক্ষণ। তারপরও সুজন যদি যায় সব সময় যে দায়িত্বে ছিল সেটাতেই থাকবে ম্যানেজার হিসেবে।’
এর আগে জাতীয় দলের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন খালেদ মাহমুদ। শ্রীলঙ্কায় নিদহাস কাপে এবার তার ম্যানেজার থাকাও এখনো চূড়ান্ত নয়,
‘ব্যাপারটা হলো পরিচালকরা যাবে। পরিচালকদের মধ্যে সুজনও থাকতে পারে। আমার ব্যক্তিগত ইচ্ছা হচ্ছে সুজনও যাক, ওখানে টিম ম্যানেজার হিসেবে যে দায়িত্ব পালন করার কথা সেটাই করুক।’
কেবল দলের সঙ্গে থাকাই নয়। স্কোয়াডে কারা থাকবে, একাদশে কারা খেলবে সব কিছুরেই সরাসরি নিজেকে সম্পৃক্ত রাখতে চান বিসিবি প্রধান,
‘আগের সিরিজটাতে কে খেলবে না খেলবে তা নিয়ে মাথা ঘামাইনি। এটা সকলের উপরেই দায়িত্ব ছিল। এখানে এসে আমরা যেটা করেছি স্কোয়াডটা ঠিক করে একাদশ কি হতে পারে।কে না খেললে এই ব্যাপারটায় আমরা মোটামুটি ফাইনাল করেছি। এখনে তো সরাসরি ইনভলমেন্ট আছেই।’
Comments