৩৮তম বিসিএসের প্রিলিমিনারির ফল মার্চের প্রথম সপ্তাহে
৩৮তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল মার্চের প্রথম সপ্তাহে প্রকাশ করবে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)।
পিএসসির চেয়ারম্যান মোহাম্মদ সাদিককে উদ্ধৃত করে প্রথম আলোর খবরে এই তথ্য জানানো হয়েছে। বিপিএসসি চেয়ারম্যান বলেন, “ফলাফল মার্চের প্রথম সপ্তাহের মধ্যেই হবে। যত আগে পারব ফলাফল প্রকাশ করব।”
গত বছরের ২৯ ডিসেম্বর রেকর্ড সংখ্যক পরীক্ষার্থীদের নিয়ে ঢাকাসহ দেশের সব বিভাগীয় শহরে একযোগে প্রলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা হওয়ার প্রায় দুই মাস পর ফলাফল প্রকাশ করার কথা জানালেন বিপিএসসি চেয়ারম্যান।
এবছর বিসিএস-এ তিন লাখ ৮৯ হাজার ৪৬৮ জন প্রার্থী আবেদন করেন। এদের মধ্য থেকে তিন ধাপে পরীক্ষা নিয়ে দুই হাজার ২৪ জন ক্যাডার কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে বলে ৩৮তম বিএসিএসের বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এর আগে ৩৭তম বিসিএসে অংশ নেন ২ লাখ ৪৩ হাজার ৪৭৬ জন পরীক্ষার্থী। এর আগে এটিই ছিল বিসিএসে সবচেয়ে বেশি প্রার্থীর আবেদন।
Comments