শ্রীদেবীর শেষযাত্রার প্রস্তুতি চলছে

ভারতীয় সুপারস্টার শ্রীদেবী
শ্রীদেবী

শুরু হয়ে গিয়েছে ভারতীয় সুপারস্টার শ্রীদেবী শেষযাত্রার প্রস্তুতি। আজ বুধবার বেলা সাড়ে ৩টা নাগাদ মুম্বাইয়ের ভিলে পার্ল সেবা সমাবেশ মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হবে তার।

এদিন সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অভিনেত্রীর মরদেহ ভক্তদের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে সেলিব্রেশন স্পোর্টক্লাবে। সেখান থেকে নিয়ে যাওয়া হবে পবন হংসে। সেখানে বেলা ২টা পর্যন্ত তার দেহ রাখা হবে।

মঙ্গলবার স্থানীয় সময় রাত ১০টায় মুম্বাই বিমান বন্দরে অনিল আম্বানির বিশেষ জেট বিমানে দুবাই থেকে দেহ ফিরে আসে শ্রীদেবীর। বিমান বন্দর থেকে অনিল কাপুরের গ্রিন একরের বাড়ি পর্যন্ত পুরো রাস্তা “গ্রিন করিডর” তৈরি করে নিচ্ছিদ্র নিরাপত্তায় অ্যাম্বুলেন্সে ইস্ট আন্ধেরির ভাগ্যবাংলোয় নিয়ে যাওয়া হয়। কাপুর পরিবারের সদস্যরা ছাড়া রাতে আর ভাগ্যবাংলোয় কারো যাওয়ার সুযোগ ছিল না।

এই মুহূর্তে লোখন্ডওয়ালায় সেলিব্রেশন স্পোর্টসক্লাবে হাজার হাজার ভক্তদের ভিড় পড়েছে। বলিউডের তারকা-কলাকুশলীরাও লম্বা লাইন ধরে অভিনেত্রীকে শেষ শ্রদ্ধা জানাতে অপেক্ষা করছেন।

অভিনেত্রীর ইচ্ছানুসারে শববাহী শকট সাজানো হয়েছে সাদা ফুল দিয়ে। সেলিব্রেশন ক্লাব থেকে শ্মশান পর্যন্ত পুরো রাস্তার দুই ধারে হাজার হাজার ভক্ত-অনুরাগীরাও সাদা ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানাবেন শ্রীদেবীকে।

মঙ্গলবার রাত থেকেই বহু ভক্ত দূরদূরান্ত থেকে পৌঁছে গিয়েছেন সেখানে। দক্ষিণ ভারতের তার নিজের গ্রাম শিবকাশী থেকে প্রায় সাড়ে সাত হাজার ভক্ত-অনুরাগী ইস্ট আন্ধেরিতে পৌঁছেছেন বুধবার সকালে।

Comments

The Daily Star  | English

Heatwave likely to ease; rain expected across Bangladesh tomorrow

A severe heatwave is sweeping over Rajshahi, Pabna, Sirajganj, Rajbari, Khulna, Chuadanga, Meherpur, and Jashore

55m ago