থাইল্যান্ডে কোন সুখবর পাননি সাকিব

তাকে অধিনায়ক রেখেই শ্রীলঙ্কায় ত্রিদেশীয় নিদহাস কাপের দল ঘোষণা করেছিল বিসিবি। তবে সাকিব আল হাসান খেলছেন কিনা তা নিয়ে দল ঘোষণার সময়েই মিলেছিল অনিশ্চয়তা। থাইল্যান্ডে চেকআপ করতে গিয়ে সেই অনিশ্চয়তা আরও বেড়েছে।
Shakib AL Hasan
ত্রিদেশীয় সিরিজের ফাইনালে চোট পান সাকিব আল হাসান। ফাইল ছবি: ফিরোজ আহমেদ

তাকে অধিনায়ক রেখেই শ্রীলঙ্কায় ত্রিদেশীয় নিদহাস কাপের দল ঘোষণা করেছিল বিসিবি। তবে সাকিব আল হাসান খেলছেন কিনা তা নিয়ে দল ঘোষণার সময়েই মিলেছিল অনিশ্চয়তা। থাইল্যান্ডে চেকআপ করতে গিয়ে সেই অনিশ্চয়তা আরও বেড়েছে।

নিদহাস কাপের প্রথম দুই ম্যাচে সাকিবকে পাওয়া যাচ্ছে না, মানসিকভাবে এরকম প্রস্তুতি নিয়েই রেখেছিল দল। সাকিবের বিকল্প রাখতেই ১৫ জনের বদলে দেওয়া হয়েছিল ১৬ জনের দল। কিন্তু শঙ্কার মেঘ এবার আরও কালো হচ্ছে। জানা গেছে থাইল্যান্ডে গিয়ে কোন সুখবর পাননি দুই ফরম্যাটের বাংলাদেশ অধিনায়ক।

সোমবার অর্থোপেডিক বিশেষজ্ঞের পরামর্শ নিতে থাইল্যান্ড উড়ে যান সাকিব। ফিরবেন আজ (বৃহস্পতিবার) রাতে। সেখানকার চিকিৎসকরা ফিজিও থেরাপি চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন বলে বিসিবির চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী জানান, ‘আমরা এখানে আগে যা বলেছিলাম ওখানকার ডাক্তাররাও তাকে তা বলেছেন। বৃহস্পতিবার সে ফিরবে। আরও এক সপ্তাহ ফিজিও থেরাপি চলবে। তারপর আমরা সিদ্ধান্ত নিব ফিজিও থেরাপি চলবে নাকি অন্য কোন চিকিৎসা দিতে হবে।’

শুক্রবার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ দলের নিদহাস ট্রফির প্রস্তুতি। ৪ তারিখ কলম্বোয় উড়াল দেওয়ার কথা বাংলাদেশের। চোট নিয়ে অনিশ্চয়তায় থাকা সাকিব দলের সঙ্গে যাবেন কিনা তা এখনো অনিশ্চিত, ‘সে দেশে ফিরলে আলাপ করে দেখা যাবে শ্রীলঙ্কায় যাবে কিনা।’

ঘরের মঠে গত ২৭ জানিয়ারি ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে আঙুলে চোট পান সাকিব আল হাসান। চোট এতটাই গুরুতর হয়ে যায় যে খেলতে পারেননি শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ।

Comments

The Daily Star  | English

Dengue fever: 5 die, 669 hospitalised in a day

At least two more people died from dengue in 24 hours preceding 8:00am today as the country grapples with a record outbreak of the mosquito-borne disease

14m ago