৭ মার্চ জয়বাংলা কনসার্ট
আগামী ৭ মার্চ রাজধানীর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘জয়বাংলা কনসার্ট’।
এ কনসার্টে তরুণ প্রজন্মের কাছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চ-এর ভাষণের চেতনা তুলে ধরার পাশাপাশি মহান মুক্তিযুদ্ধের উত্তাল দিনগুলোতে মুক্তির প্রেরণা জাগানিয়া গানগুলো উপস্থাপন করা হবে।
এ সময়ের জনপ্রিয় ব্যান্ড শিল্পীদের কণ্ঠে স্বাধীনবাংলা বেতার কেন্দ্র থেকে সম্প্রচারিত সুজেয় শ্যাম রচিত গানের নতুন সংস্করণ তরুণ সমাজের সামনে উপস্থাপনের লক্ষ্যে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) অঙ্গ প্রতিষ্ঠান ইয়ং বাংলা এ কনসার্টের আয়োজন করে আসছে।
আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া কনসার্টে অংশ নেবে পাওয়ারসার্জ, আরবোভাইরাস, শূণ্য, নেমেসিস, ক্রিপটিক ফেইট, লালন, চিরকুট এবং আর্টসেল।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের দিনটিকে স্মরণ করে গত তিন বছর ধরে এ কনসার্টের আয়োজন করে আসছে ইয়ং বাংলা।
‘জয়বাংলা কনসার্ট’ ৭ মার্চ বিকেল ৩টা ১৫ মিনিটে শুরু হয়ে চলবে রাত সাড়ে ১০টা পর্যন্ত। আর্মি স্টেডিয়ামের গেট খোলা হবে বেলা ১টা ৩০ মিনিটে।
এছাড়াও, এবছর ঢাকার বাইরে প্রথম এই ‘রোড টু সেভেনথ মার্চ কনসার্ট’ আয়োজন করা হচ্ছে। এর প্রথমটি অনুষ্ঠিত হবে আজ (২ মার্চ) সিলেট আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্স মাঠে। দ্বিতীয়টি হবে আগামী ৫ মার্চ খুলনা সার্কিট হাউজ মাঠে। এই দুটি কনসার্ট চলবে সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত। এই কনসার্ট দুটিতে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের উপর বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, আগ্রহীরা জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট অথবা জন্মনিবন্ধন সনদ, মোবাইল নম্বর এবং ইমেইল অ্যাড্রেস দিয়ে ticket.youngbangla.org পেজে থেকে রেজিস্ট্রেশন করতে পারবে। রেজিস্ট্রেশন সম্পন্ন হলে ফ্রি টিকেট পৌঁছে যাবে ইমেইলে। ১ মার্চ শুরু হওয়া রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলবে ৬ মার্চ পর্যন্ত।
Comments