মাশরাফির ঝলকের পরও আবাহনীর প্রথম হার
টানা ছয় ম্যাচ জিতে আকাশে উড়ছিল আবাহনী লিমিটেড। প্রতি ম্যাচেই সামনে থেকে অবদান রাখছিলেন মাশরাফি বিন মর্তুজা। রাখলেন এবারও। তবে লিগের শুরু থেকে ধুঁকতে থাকা প্রাইম ব্যাংকের কাছে হেরে গেছে তার দল।
আগে বোলিংয়ে মাশরাফি নেন চার উইকেট, রাত তাড়ায় সংকটের মধ্যে করেন ২১ বলে ২২। তবে দিনশেষে থেকে গেছে ৯ রানের আক্ষেপ। শুক্রবার বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগে আগে ব্যাট করে ২৪৬ রান করেছিল প্রাইম ব্যাংক। জবাবে ২৩৭ পর্যন্ত যেতে পেরেছে আবাহনী।
আগে বোলিং পেয়ে শুরু থেকেই তেতে ছিলেন মাশরাফি। দুই ওপেনার মেহেরাব হোসেন জুনিয়র আর মেহেদী মারুফকে ছেঁটে ফেলে শুরু। পরে নিয়েছেন আরও দুটি। এরমাঝে মাঝারি জুটি গড়ে দলকে এগিয়ে নেন জাকির হাসান ও মোহাম্মদ আল-আমিন। সর্বোচ্চ ৮৪ রান আসে আল-আমিনের ব্যাট থেকে। জাকির করেন ৬২ রান। জাকিরের আউটের পর ভারতীয় ইউসুফ পাঠানকে নিয়েও জুটি গড়েন আল-আমিন।
তাতে ২৪৬ রানের পূঁজি পায় প্রাইম ব্যাংক। ব্যাটসম্যানদের ব্যর্থতায় মামুলি লক্ষ্যেও থই পায়নি আবাহনী। নতুন বলে বল করতে এসে এনামুল জুনিয়র আউট করেন এনামুল হক বিজয়কে। পেসার শরিফুল ইসলাম তুলে নেন নাজমুল হোসেন শান্ত আর মোহাম্মদ মিঠুনকে। ৩ উইকেটে ১৭ রানে পরিণত আবাহনী এরপর ম্যাচে ফিরেছিল সাইফ হাসান ও নাসির হোসেনের জুটিতে। দুজনের ১২৭ রানের জুটি দেখাচ্ছিল আসা। তবে সেই শরিফুল এসে ফের আঘাত হানেন। ৬৫ রান করা নাসিরকে ফিরে দেন। আবার ব্যর্থ মোসাদ্দেক হোসেনও। শেষ দিকে মাশরাফি চেষ্টা চালিয়েছিলেন। তবে তা যথষ্ট হয়নি।
Comments