লিটনের দারুণ সেঞ্চুরির দিনে মোহামেডানের রোমাঞ্চকর টাই

liton das
প্রিমিয়ার লিগে আরও একটি সেঞ্চুরি লিটনের।

প্রাইম দোলেশ্বরকে বেশ শক্ত চ্যালেঞ্জ দিয়েছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। সে চ্যালেঞ্জের পিছু ছুটে দারুণ সেঞ্চুরিতে দলকে পথেই রেখেছিলেন লিটন কুমার দাস। তবে পেসার মোহাম্মদ আজিমের এক স্পেলে রোমাঞ্চকর টাই হয়েছে ম্যাচটি।

শুক্রবার ঢাকা প্রিমিয়ার লিগে ফতুল্লায় পয়েন্ট টেবিলের দুইয়ে থাকা দোলেশ্বরের বিপক্ষে শুরু থেকেই আগ্রাসী ছিল সাদা-কালোরা। আগে ব্যাট করে করেছিল ২৮৬ রান। জবাবে এক উইকেট হাতে নিয়েও ঠিক ঐ ২৮৬ রানই করেছে দোলেশ্বর। এবারের আসরে এটিই প্রথম টাই।

রান তাড়ায় লিটনের ব্যাট ছিল চওড়া। ১২২ বলে ১২৯ রানের ইনিংস খেলে সব চ্যালেঞ্জ মামুলি করে দিচ্ছিলেন তিনি। ৮ চারের সঙ্গে মেরেছেন দুই ছক্কা। প্রথম ব্যাটসম্যান হিসেবে করে ফেলেন এবারের আসরের দ্বিতীয় সেঞ্চুরিও। তবে দিনশেষে শেষটা ভালোমত  করতে না পারার আক্ষেপে পুড়ছেন তিনি।

লিটনকে আউট করে শুরু আজিমের ম্যাজিকের। কিন্তু এরপরও ম্যাচ হিল দোলেশ্বরের হাতেই। শেষ দুই ওভারে দরকার ১৩ রান, হাতে ৪ উইকেট। আজিম ভাবলেন ভিন্ন। শেষ ওভারে দরকার মাত্র ৬ রান, হাতে ৩ উইকেট। ওই ওভারে আজিম দিলেন ৫ রান। আউট করলেন আরও দুজনকে। ফলে রোমাঞ্চকর ম্যাচে কেউ জিতল না।

এর আগে রকিবুল হাসানের ৭২ ও বিপুল শর্মার ৫৩ রানে ২৮৬ করেছিল মোহামেডান।

Comments

The Daily Star  | English

Bangladesh women retain SAFF glory

Bangladesh retained the title of SAFF Women's Championship with a 2-1 win against Nepal in an entertaining final at the Dasharath Stadium in Kathmandu today. 

38m ago