জাফর ইকবালের ওপর হামলায় প্রতিবাদমুখর শাবিপ্রবি
প্রখ্যাত লেখক ও শিক্ষাবিদ অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে মুখর রয়েছেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
ঘটনাস্থল থেকে আমাদের সিলেট সংবাদদাতা জানান, আজ (৪ মার্চ) সকাল সাড়ে ৯টায় প্রায় তিন হাজার শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আয়োজিত মানববন্ধনে অংশ নেন। প্রতিবাদের অংশ হিসেবে তাঁরা সরকারের কাছে দুটি স্মারকলিপি পেশ করবেন এবং একটি গণস্বাক্ষর প্রচারণা চালাবেন।
এছাড়াও, আজ সন্ধ্যা ৬টায় ক্যাম্পাসে একটি মৌন মিছিল বের করা হবে।
এদিকে, শাবিপ্রবি শিক্ষক সমিতি এবং কর্মচারী সমিতির পক্ষ থেকে পৃথক পৃথক প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
শাবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক সৈয়দ হাসানুজ্জামান বলেন, “অধ্যাপক জাফর ইকবালের ওপর এই আঘাত মূলত মুক্তচিন্তা ও স্বাধীনতার চেতনার মূলে আঘাত।”
তিনি জাফর ইকবালের ওপর হামলার পরিকল্পনাকারী এবং দোষী ব্যক্তিদের চিহ্নিত এবং বিচারের দাবি জানান।
শাবিপ্রবির প্রক্টর জহির উদ্দিন আহমেদ বলেন, মুক্তচিন্তা ও ধর্মনিরপেক্ষতাকে যাঁরা ধারণ করতে চান তাঁদের সবাই নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন। এই ধরনের জঙ্গিবাদকে দমন করতে না পারা খুবই উদ্বেগের বিষয় বলেও তিনি মন্তব্য করেন।
Comments