[ভিডিও] শাবককে বাঁচাতে বাঘের সঙ্গে মা ভালুকের লড়াই
প্রাণিজগতে সন্তানের প্রতি মায়ের দরদ আর সব কিছুকেই যেন হার মানায়। তেমনি একটি দৃশ্য দেখা গেলো ভারতের মধ্যাঞ্চলে অবস্থিত তাদোবা জাতীয় উদ্যানে। তীব্র গরমে মা ভালুক তার শাবককে নিয়ে এসেছিলো জলাধারে। কিন্তু, তারা জানতো না যে তারা বাঘের ডেরায় অনুপ্রবেশ করেছে।
দ্য ওয়াশিংটন পোস্ট-এর প্রতিবেদনে দেখা যায়, সাত বছর বয়সী একটি পুরুষ বাঘ জলাধারের ভেতরে বসে নিজেকে একটু জিরিয়ে নিচ্ছিলো। আর এসময় জঙ্গল থেকে স্লোথ ভালুক তার শাবককে নিয়ে সেখানে আসে পানি পানের আশায়।
নিজের অঞ্চলে ভালুকদের অনুপ্রবেশ ঠেকাতে তাদের তাড়া করে বাঘটি। শাবককে আক্রমণ করা সহজ বলে সেদিকেই অগ্রসর হয় সে। কিন্তু, শাবককে বাঁচাতে তেড়ে আসে মা ভালুক। বেধে যায় বাঘ-ভালুকের প্রাণপণ লড়াই। তারপর, কী ঘটে দেখুন ভিডিওটিতে:
Comments