‘অচিন মায়া’-য় হাবিব
এবার এক অচিন মায়ার বাঁধা পড়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ। তবে এটি তাঁর ব্যক্তি-জীবনের কথা নয়। তিনি নতুন একটি মিউজিক ভিডিওর শুটিং করলেন ‘অচিন মায়া’ শিরোনামে। কয়েকদিন আগে ফটিকছড়ির রাবার বাগানে হাবিব শেষ করেছেন মিউজিক ভিডিওটির কাজ।
হাবিব ওয়াহিদ দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “এই গানটির শুটিং গাজীপুরের শালবনেও করে ফেলতে পারতাম। কিন্তু, গানে বৈচিত্র্য আনতে চাই বলেই ফটিকছড়িতে গিয়েছি।”
“গানটির ভিডিও পরিচালনা করেছেন অদিত। তিনি অনেক কষ্ট করেছেন কাজটি করতে গিয়ে। আশা করছি, মিউজিক ভিডিওটি সবার ভালো লাগবে,” যোগ করেন হাবিব।
গুঞ্জন রহমানের কথায় হাবিবের সুর-সংগীত-কণ্ঠের ‘অচিন মায়া’ গানটির ভিডিওতে মডেল হয়েছেন আয়েশা মারজানা। গত ভালোবাসা দিবসে প্রকাশিত হাবিব ওয়াহিদের ‘তোমার চোখে জল’ গানটিতেও মডেল হয়েছিলেন তিনি।
Comments