নাবিলার প্রথম ও শেষ মিউজিক ভিডিও!
অনলাইনে প্রকাশিত হয়েছে কলকাতার সংগীতশিল্পী অনুপম রায়ের ‘বাংলাদেশের মেয়ে’ শিরোনামের একটি গান। এর ভিডিওটিতে মডেল হয়েছেন বাংলাদেশের ‘আয়নাবাজি’-খ্যাত অভিনেত্রী নাবিলা। তবে এটিকে তাঁর প্রথম ও শেষ মিউজিক ভিডিও হিসেবে উল্লেখ করেছেন এই অভিনেত্রী।
নাবিলা দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “আমি অনুপম রায়ের গানের ভক্ত। তিনিও আমার সম্পর্কে জানতেন। সে কারণেই কাজটি করতে রাজি হয়েছি। গানে অনুপমের উপস্থিতি আমাকে মুগ্ধ করেছে। আশা করি গানটি সবার মন ছুঁয়ে যাবে।”
“এটাই প্রথম এবং শেষ মিউজিক ভিডিও। এরপর, আর কোন মিউজিক ভিডিওতে কাজ করবো না,” যোগ করে নাবিলা।
উল্লেখ্য, প্রথমবারের মতো বাংলাদেশের জন্য গান লিখলেন অনুপম রায়। গানটির বিষয় বাংলাদেশ। গানের কথা হলো- ‘ওগো বাংলাদেশের মেয়ে/ তুমি অনেক কথাই বললে আমায়, আমার দিকে চেয়ে…।’
গানটির ভিডিও নির্মাণ করেছেন শাহরিয়ার পলক। প্রযোজনা করেছে ই-টিউনস এন্টারটেইনমেন্ট। ভিডিওটি ইউটিউবে প্রকাশিত হয়েছে ৪ মার্চ সন্ধ্যায়। এতে মডেল হিসেবে নাবিলার সঙ্গে রয়েছেন অনুপমও।
Comments