মুক্তিযোদ্ধা ও ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিনী আর নেই
প্রয়াত হলেন প্রখ্যাত ভাস্কর ও মুক্তিযোদ্ধা ফেরদৌসী প্রিয়ভাষিণী। রাজধানীর ল্যাবএইড হাসপাতালে আজ দুপুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭০ বছর।
ল্যাবএইড গ্রুপের জেনারেল ম্যানেজার (করপোরেট কমিউনিকেশন) সাইফুর রহমান লেনিন দ্য ডেইলি স্টারকে বলেন, ম্যাসিভ কার্ডিয়াক অ্যারেস্টে পৌনে ১টায় তিনি মারা যান।
তিনি জানান, কিডনির জটিলতা নিয়ে গত ২৩ ফেব্রুয়ারি থেকে তিনি ল্যাব এইড হাসপাতালে ভর্তি ছিলেন। এছাড়াও তিনি অর্থোপেডিক সমস্যায় ভুগছিলেন।
গত বছর ৮ নভেম্বর নভেম্বর গুলশানে নিজের বাসায় মেঝেতে পড়ে পায়ে চোট পান ফেরদৌসী প্রিয়ভাষিণী। তখন তার গোড়ালির একটি হাড় স্থানচ্যুত হয়েছিল।
১৯৪৭ সালের ১৯ ফেব্রুয়ারি খুলনায় জন্মগ্রহণ করেন ফেরদৌসী প্রিয়ভাষিণী। ১৯৭১ সালে তিনি পাকিস্তানি বাহিনীর হাতে নির্যাতিত হন। স্বাধীনতাযুদ্ধে অবদানের জন্য ২০১৬ সালে বাংলাদেশ সরকার তাকে মুক্তিযোদ্ধা খেতাব দেয়। এর আগে ২০১০ সালে তিনি বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক সম্মান স্বাধীনতা পদক পান।
মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে এসে পাকিস্তানি বাহিনীর হাত থেকে মুক্তি পাওয়ার পর থেকেই তিনি সামাজিক প্রতিকূলতা অগ্রাহ্য করে প্রকাশ্যে তার মত নির্যাতিতা নারীদের পাশে দাঁড়ান।
তার মৃত্যুতে রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক জানিয়েছেন ।
Comments