কাঠগড়ায় পপি!
‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ নামে একটি চলচ্চিত্রে ‘পার্বতী’-র নাম ভূমিকায় অভিনয় করবেন পপি। এর আগে কবরী ও অপু বিশ্বাস ‘দেবদাস’ চলচ্চিত্রে পার্বতীর চরিত্রে অভিনয় করেছিলেন।
‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ ছবিতে পপির বিপরীতে অভিনয় করবেন ফেরদৌস। দেবদাস চরিত্রে দেখা যাবে তাঁকে। আগামী এপ্রিল মাসে ছবিটির শুটিং শুরু হবে।
‘পার্বতী’-র ভূমিকায় অভিনয় করা প্রসঙ্গে পপি দ্য ডেইলি স্টারকে বলেন, “শরৎচন্দ্রের পার্বতী আমার স্বপ্নের চরিত্র। আমি মন-প্রাণ দিয়ে এই চরিত্রটি ফুটিয়ে তুলতে চাই।”
চলচ্চিত্রটির পরিচালক আরিফ দ্য ডেইলি স্টার অনলাইনকে জানান, “ছবিটি দেবদাসের রিমেক নয়। শরৎচন্দ্রের চারটি উপন্যাসের ১৫টি চরিত্র নিয়ে চলচ্চিত্রটির কাহিনি সাজানো হয়েছে।”
চলচ্চিত্রটিতে শরৎচন্দ্রের চরিত্রগুলো একে অপরের মুখোমুখি দাঁড়াবে বলেও উল্লেখ করেন তিনি।
Comments