প্রস্তুতি ম্যাচে লিটন, মুশফিক, মাহমুদউল্লাহর ব্যাটে রান
শ্রীলঙ্কায় গিয়ে নিদহাস কাপের মূল লড়াইয়ের আগে প্রস্তুতি ম্যাচে দারুণ এক জয় পেয়েছে বাংলাদেশ দল। জাতীয় দলের বেশ কয়েকজন তারকাকে নিয়ে গড়া শ্রীলঙ্কা বোর্ড প্রেসিডেন্ট একাদশকে হারিয়েছে ৪১ রানের বড় ব্যবধানে।
আগে ব্যাট করে বাংলাদেশের করা ১৮৬ রানের জবাবে ১৪৫ রান গুটিয়ে যায় শ্রীলঙ্কা বোর্ড প্রেসিডেন্ট একাদশ।
প্রস্তুতি ম্যাচ সবচেয়ে আগ্রাসী ছিল লিটন কুমার দাসের ব্যাট। শুরুতে দলেই ছিলেন না এই উইকেটকিপার ব্যাটসম্যান। সাকিব আল হাসানের বদলি হিসেবে দলে এসেছিলেন। সুযোগ কাজে লাগিয়েছে পুরোটা। তামিম ইকবালের বিশ্রামে সৌম্য সরকারের সঙ্গে ওপেন করতে নেমেছিলেন তিনি।শুরুতেই তুলেন ঝড়। আগে ব্যাট করা বাংলাদেশ তাই পায় উড়ন্ত সূচনা। ১৮ বলে ৪০ করে ফেরেন লিটন।
মিডল অর্ডারে রান পেয়েছেন মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ। ৪৪ বলে সর্বোচ্চ ৬৫ আসে মুশফিকের ব্যাট থেকে। মাহমুদউল্লাহ করেন ২৭ বলে ৪৭। তাতে ১৮৬ রানের বড় সংগ্রহ পায় বাংলাদেশ।
ব্যাটিংয়ের ঝাঁজ পরে বোলিংয়েও রেখেছে টাইগাররা। রুবেল হোসেন, তাসকিন আহমেদের তোপে ১৪৫ রানে গুটিয়ে যায় লঙ্কান বোর্ড একাদশ।
Comments