বাংলাদেশের সামনে পাহাড় টপকানোর চ্যালেঞ্জ
টস হেরে আগে ব্যাটিং পেয়েও খুশি ছিলেন শ্রীলঙ্কান অধিনায়ক দিনেশ চান্দিমাল। কেন খুশি বুঝিয়ে দিয়েছেন তার ব্যাটসম্যানরা। বাংলাদেশি বোলারদের উপর রীতিমতো তাণ্ডব চালিয়ে ৬ উইকেটে ২১৪ রান তুলেছে স্বাগতিকরা। টি-টোয়েন্টিতে প্রেমাদাসার মাঠে এটাই সবচেয়ে বড় দলীয় সংগ্রহ।
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বৃষ্টির কারণ ১৫ মিনিট দেরিতে শুরু ম্যাচে পরে হয়েছে চার-ছক্কার বৃষ্টি। ২ চার আর ৫ ছক্কায় ওপেনার কুশল মেন্ডিস ৩০ বলে ৫৬ রানের ইনিংস খেলার পর ওয়ানডাউনে নেমে কুশল পেরেরা শেষ ওভারে আউট হওয়ার আগে করেন সর্বোচ্চ ৪৮ বলে ৭৪ রান । এই নিয়ে টানা দুই ম্যাচে ফিফটি পেলেন তিনি।
লঙ্কানদের উড়ন্ত সূচনা হয় দুই ওপেনার দানুশকা গুনাথিলেকা আর কুশল মেন্ডিসের ঝড়ে। তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমানদের পিটিয়ে চার ওভারের আগেই বোর্ডে ৫০ তুলে ফেলে শ্রীলঙ্কা। মোস্তাফিজ দারুণ কাটারে গুনাথিলাকার ঝড় থামালেও দুই কুশল মিলে পরের কয়েক ওভার দিশেহারা বানিয়ে ছাড়েন বাংলাদেশ। সবচেয়ে বেশি পিটুনির শিকার হয়েছেন তাসকিন। তার করা প্রথম দুই ওভার থেকেই আসে ৩৩ রান।
বারবার বোলিং বদল করেও কাজ না হওয়ায় নিজেই বল হাতে নিয়ে ফিফটি করা কুশল মেন্ডিসকে ফেরান মাহমুদউল্লাহ। একই ওভারে দাসুন শঙ্কাকেও আউট করেন তিনি। পরের ওভারে তাসকিনের বলে ফেরেন দিনেশ চান্দিমাল। ১০ বলের মধ্যে ৩ উইকেট, ৩টি ক্যাচই জমা সাব্বির রহমানের হাতে। এলোমেলো বাংলাদেশের তখন ম্যাচে ফেরার আভাস। তবে সেই চাপ রুবেলের এক ওভার ১৭ রান নিয়ে সরিয়েছেন উপুল থারাঙ্গা।
থারাঙ্গাকে নিয়ে বাকিটা সেরেছেন কুশল পেরেরা। ইনিংসের ৪ বল আগে যখন আউট হচ্ছেন ততক্ষণে দুশো ছাড়িয়ে গেছে তার দল।
অনিয়মিত বোলার মাহমুদউল্লাহর দুই ওভার ছাড়া বাংলাদেশের কোন বোলারের ফিগারই ভদ্রস্থ নয়। চার ওভারে ৪৫ দিয়েছেন রুবেল। ৩ ওভারে ৪০ দিয়ে ১ উইকেট তাসকিনের। ৪ ওভারে ৪৮ রান খসেছে মোস্তাফিজের হাত থেকে, পেয়েছেন ৩ উইকেট। ৪ ওভারে ৩১ দিয়ে কিছুটা ভালো মেহেদী হাসান মিরাজের পরিসংখ্যান। নাজমুল ইসলাম অপু ২ ওভারেই ২০ রান দিলে তাকে আর বল দেওয়ার সাহস করেননি অধিনায়ক।
---------
অপরিবর্তিত দল নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ
কলম্বোয় বৃষ্টিতে খানিকটা দেরিতে হয়েছে টস। খেলা শুরু হতেও হচ্ছে মিনিট পনেরো দেরি। তবে তাতে হেসেছে বাংলাদেশ। ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে টসে হারলেও দ্বিতীয় ম্যাচে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ।
টস হারলেও অসুবিধা হচ্ছে না শ্রীলঙ্কার। কারণ টস জিতলেও তারা আগে ব্যাট করত বলে জানিয়েছেন অধিনায়ক দিনেশ চান্দিমাল।
ভারতের বিপক্ষে ব্যাটিং ব্যর্থতায় প্রথম ম্যাচ হারলে একাদশে কোন বদল আনেনি বাংলাদেশ। প্রথম ম্যাচে ভারতকে হারানো একাদশে কোন বদল আনেন শ্রীলঙ্কাও।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লা রিয়াদ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান।
Comments