নিজেদের বেতন বাড়ানোর বিরোধিতা করছেন কানাডার ডাক্তাররা
নিজদের বেতন বাড়ানোর বিরোধিতা করে কানাডার কুইবেকের ৭০০ এর বেশি ডাক্তার একটি অনলাইন পিটিশনে স্বাক্ষর করেছেন। তারা বলছেন, ডাক্তাররা আগে থেকেই যথেষ্ট পরিমাণে আয় করেন। আর যেখানে রোগী ও নার্সদের মত চিকিৎসা সংশ্লিষ্ট পেশার লোকজন কষ্টে আছেন সেখানে বাড়তি বেতন নিতে তাদের বিবেকের দংশন হয়।
ডাক্তাররা তাদের আবেদনে বলেছেন, “আমরা কুইবেকের ডাক্তাররা শক্তিশালী সরকারি স্বাস্থ্যসেবায় বিশ্বাস করি। মেডিকেল ফেডারেশনের সাথে আলোচনার পর সম্প্রতি যে বেতন বৃদ্ধি করা হয়েছে আমরা তার বিরোধিতা করছি।”
ফরাসি ভাষায় লেখা ওই আবেদনে তারা আরও বলেছেন, “গত কয়েক বছরে ব্যাপক হারে কৃচ্ছ্রতার কারণে রোগীদের জন্য স্বাস্থ্যসেবা নেওয়া কঠিন হয়েছে। সেই সাথে চিকিৎসা সংশ্লিষ্ট অন্যান্য পেশায় যারা রয়েছেন তাদের কাজের পরিবেশও অনুকূল নয়। এমন অবস্থায় শুধুমাত্র ডাক্তারদের বেতন বৃদ্ধির আমরা বিরোধিতা করছি।”
উল্লেখ্য, সম্প্রতি কুইবেকের নার্সদের ইউনিয়ন কর্মপরিবেশে উন্নয়ন ও কর্মঘণ্টা কমানোর দাবি জানিয়েছেন।
ওই ডাক্তাররা আরও বলেছেন, আমাদের সহকর্মীরা যদি নির্ভার থাকতে পারেন বা রোগীরা ভালো সেবা পেলে আমাদের সবার জন্যই তা হবে মঙ্গলদায়ক। কিন্তু শুধুমাত্র ডাক্তারদের বেতন বাড়ানোর মাধ্যমে এটা অর্জন করা সম্ভব নয়।
ডাক্তারদের এই আবেদন প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, বেতন বাড়ানোর বিরোধিতা তারা করতেই পারেন। কিন্তু এখনো ডাক্তারদের একটি ক্ষুদ্র অংশের তরফ থেকে বিরোধিতা করা হয়েছে। কিন্তু সংখ্যাগরিষ্ঠ ডাক্তারদের দিক থেকে বেতন বাড়ানোর ব্যাপারে দ্বিমত না আসা পর্যন্ত সরকার তার সিদ্ধান্ত বদলাবে না।
উল্লেখ্য, কানাডার স্বাস্থ্য মন্ত্রণালয় প্রত্যেক ডাক্তারকে বছর গড়ে দুই লাখ ৬০ হাজার মার্কিন ডলার বেতন দেয়।
Comments