চীনে আজীবন প্রেসিডেন্ট হলেন সি চিন পিং
চীনের সংবিধানে আনা হলো এক ঐতিহাসিক পরিবর্তন। সেই পরিবর্তন আনা হলো দেশটির ‘রাবার স্ট্যাম্প’ হিসেবে বিবেচিত আইন প্রণেতাদের হাত দিয়েই। অর্থাৎ, চীনের জাতীয় গণ কংগ্রেসের সদস্যরা বর্তমান প্রেসিডেন্ট সি চিন পিং-কে আজীবন ক্ষমতায় রাখার পক্ষে ভোট দিয়েছেন। এর ফলে, প্রেসিডেন্টের জন্যে যে নির্দিষ্ট মেয়াদ ছিল তা বাতিল হয়ে গেল।
কংগ্রেসের ৩,০০০ সদস্যের মধ্যে ২,৯৫৮ জন ভোট দেন সি চিন পিং-কে আজীবন প্রেসিডেন্ট করার প্রস্তাবটির সমর্থনে। আর বিপক্ষে ভোট দেন দুজন।
স্থানীয় সময় বিকালে ভোটের ফলাফল ঘোষণা করা হয়। ঘোষণায় জানানো হয়, “সংবিধান সংশোধনের বিলটি পাস হয়ে গেছে।” এ সময় সি চিন পিং-কে তেমন আবেগ-প্রবণ হতে দেখা যায়নি। অন্যদের সঙ্গে তিনি তাঁর আসনে বসেই কংগ্রেসের বিদায়ী চেয়ারম্যানের বক্তব্য শোনেন।
একনায়কতন্ত্রের দিকে চীনের এমন যাত্রার সমালোচনা উঠেছে দেশটির বিভিন্ন মহল থেকে। তবে ক্ষমতাসীনদের পক্ষ থেকে বলা হয়েছে, এর ফলে চীনের অর্থনৈতিক উন্নয়ন আরও সুদৃঢ় হবে। ক্ষমতাসীনদের রক্তচক্ষু উপেক্ষা করে অনেককে প্রকাশ্যে এ সিদ্ধান্তের প্রতিবাদও করতে দেখা যায়।
আইনসভার মুখপাত্র জানান, প্রেসিডেন্টের নির্দিষ্ট মেয়াদের আইনটি তুলে দেওয়ার হয়েছে কেননা, কমিউনিস্ট পার্টি এবং কেন্দ্রীয় সামরিক কমিশনে প্রেসিডেন্ট সি চিন পিং যে পদ ধারণ করেন সেখানে কোন নির্দিষ্ট মেয়াদের বেড়াজাল নেই।
উল্লেখ্য, দুর্নীতির বিরুদ্ধে প্রেসিডেন্ট সি-র খড়গ হস্ত তাঁকে জনপ্রিয়তার এক নতুন উচ্চতায় নিয়ে এসেছে।
Comments