‘গণহত্যা’ দিবস পালনে ১ মিনিট বিদ্যুৎ বন্ধ রাখা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
আসছে ২৫ মার্চ কালো রাত ‘গণহত্যা’ দিবস পালনে সরকার এক মিনিট বিদ্যুৎ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
আজ (১১ মার্চ) মন্ত্রণালয়ের কনফারেন্স রুমে ২৫ মার্চ ‘গণহত্যা দিবস’ পালন এবং ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন সংক্রান্ত এক বৈঠক শেষে এই তথ্য জানানো হয়। এসময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আগামী ২৫ মার্চ রাত ৯টায় এক মিনিট বিদ্যুৎ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়। জরুরি সেবা প্রতিষ্ঠানগুলো এই আয়োজনের বাইরে থাকবে। তবে সরকার সেসময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখবে না বলেও সাংবাদিকদের জানানো হয়।
এ সংক্রান্ত সরকারের কর্মসূচি বিস্তারিত পরে জানানো হবে বলেও উল্লেখ করা হয়।
যথাযথ মর্যাদায় দিবস দুটি পালনের জন্যে সবার সহযোগিতাও কামনা করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
বিদ্যুৎ বন্ধ রাখার সময় সাভারের জাতীয় স্মৃতিসৌধ, শহীদ বুদ্ধিজীবী কবরস্থান এবং সোহরাওয়ার্দী উদ্যানের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে বলেও বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়।
উল্লেখ্য, ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনী ঘুমন্ত-নিরস্ত্র বাঙালিদের ওপর হত্যাযজ্ঞ চালায়। এরপর ২০১৭ সালে সরকার নিহতদের স্মরণে আনুষ্ঠানিকভাবে ‘গণহত্যা দিবস’ পালন করার ঘোষণা দেয়।
Comments