পুলিশ হেফাজতে ছাত্রদল নেতার মৃত্যু
বিএনপির ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের এক নেতা আজ পুলিশ হেফাজতে মারা গেছেন। কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনার সময় তার মৃত্যু হয়।
মৃত জাকির হোসেন মিলন ছাত্রদলের ঢাকা মহানগর (উত্তর) শাখার সহ সভাপতি। গত ৬ মার্চ জাতীয় প্রেসক্লাবের সামনে একটি দলীয় কর্মসূচি থেকে ফেরার পথে তাকে গ্রেফতার করা হয়েছিল। পুলিশ সূত্রে জানা যায়, তিন দিনের রিমান্ড শেষে জাকিরকে কারাগারে পাঠানো হয়েছিল।
হাসপাতালের পুলিশ ফাঁড়ির দায়িত্বরত উপ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, আজ সকালে অসুস্থতার কথা জানানো পর জাকিরকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। সকাল ৮টার দিকে ডাক্তাররা জানায় হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি মারা গেছেন।
এদিকে ছাত্রদলের সহ সভাপতি নাজমুল হাসানের অভিযোগ রিমান্ডের সময় নির্যাতনের কারণে মারা গেছেন জাকির।
পুলিশের রমনা জোনের উপ কমিশনার মারুফ হোসেন সরদার জানান, পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) হেফাজতে ছিলেন জাকির। এ ব্যাপারে ডিবির উপ কমিশনার (দক্ষিণ) জামিল হাসানকে ফোন করা হলে তিনি বলেন একটি অনুষ্ঠানে ব্যস্ত থাকার কারণে কথা বলতে পারবেন না।
Comments