চার মাসের জামিন পেলেন খালেদা, কারামুক্তিতে বাধা নেই
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার চার মাসের জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। জামিনের পর তার আর কারামুক্তিতে বাধা থাকল না।
খালেদা জিয়ার মামলার নথি নিম্ন আদালত থেকে হাইকোর্টে পৌঁছানো পর আজ বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের বেঞ্চ খালেদার জামিন মঞ্জুর করেন।
খালেদার জামিনের বিষয়ে গতকাল রবিবার আদেশ দেওয়ার কথা থাকলেও নিম্ন আদালত থেকে মামলার নথি না আসায় আদেশের জন্য আজ সোমবার দুপুর ২টায় সময় ধার্য করেছিলেন হাইকোর্ট।
বিএনপি প্রধানের আইনজীবী সগির হোসেন লিওন দ্য ডেইলি স্টারকে বলেন হাইকোর্ট থেকে জামিন আদেশের পর খালেদা জিয়ার কারামুক্তিতে আর কোনো বাধা রইল না।
এর আগে গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডের সাজা ঘোষণা করে রায় দেন ঢাকার বিশেষ একটি আদালত। রায় ঘোষণার পর পরই খালেদা জিয়াকে নাজিমুদ্দিন রোডে ঢাকার পুরনো কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়।
Comments